কলম্বো টেস্টে চালকের আসনে শ্রীলঙ্কা

Looks like you've blocked notifications!
৮০ রানের ইনিংস খেলার পথে শ্রীলঙ্কার ওপেনার কৌশল সিলভার একটি শট। ছবি : এএফপি

প্রথম দিন উইকেট পড়েছিল ১১টি। শুক্রবার দ্বিতীয় দিন পড়ল তার চেয়ে তিনটি কম। তবে বোলারদের রাজত্বের মধ্যেই কলম্বোতে দ্বিতীয় টেস্টে সুবিধাজনক অবস্থানে শ্রীলঙ্কা। পাকিস্তানের প্রথম ইনিংস মাত্র ১৩৮ রানে গুটিয়ে দেওয়া শ্রীলঙ্কানরা দ্বিতীয় দিন শেষ করেছে নয় উইকেটে ৩০৪ রান নিয়ে। ১৬৬ রানে এগিয়ে থাকায় স্বাগতিকরা জয়ের স্বপ্নও দেখতে পারছে।

পি সারা ওভালে এক উইকেটে ৭০ রান নিয়ে দিন শুরু করা শ্রীলঙ্কাকে বড় লিড এনে দিতে ভালো অবদান কৌশল সিলভা ও অ্যাঞ্জেলো ম্যাথিউসের। দুর্ভাগ্যজনকভাবে রান আউট হওয়ার আগে ৮০ রান করেছেন ডানহাতি ওপেনার সিলভা। অধিনায়ক ম্যাথিউসের ব্যাট থেকে এসেছে ৭৭ রান।

৯৫ রানে পাঁচ উইকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার ইয়াসির শাহ। নবম টেস্ট খেলতে নামা এই লেগস্পিনারের এটা তৃতীয়বারের মতো ইনিংসে পাঁচ উইকেট শিকার। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে সাত উইকেট নিয়ে অতিথিদের জয়ে বিশাল ভূমিকা রেখেছিলেন তিনি।

পাকিস্তানের জন্য দুঃসংবাদ, চোটের কারণে টেস্ট সিরিজে আর বল করতে পারবেন না বাঁহাতি পেসার ওয়াহাব রিয়াজ।