কটূক্তিকারীদের প্রতি মুশফিকের হুঁশিয়ারি

Looks like you've blocked notifications!
মুশফিকুির রহিম। ছবি : বিসিবির সৌজন্যে

সতীর্থ নাসির হোসেনের ফেসবুক পেজে তাঁর বোনকে নিয়ে অশালীন মন্তব্য করার প্রতিবাদে আগের দিনই ওয়ানডে দলের অধিনাক মাশরাফি বিন মুর্তজা তাঁর ফেসবুক পেজ ‘বন্ধ’ করে দিয়েছিলেন। এবার কটূ মন্তব্যকারীদের হুঁশিয়ার করে দিয়েছেন টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। প্রয়োজনে নিজের ফেসবুক পেজ থেকে এ ধরনের ব্যক্তিদের বাদ দেওয়ার কথাও বলেছেন তিনি।

ভারতের সাথে দুর্দান্ত জয়ের পর গত বৃহস্পতিবার বোনকে নিয়ে বিমানে করে সৈয়দপুর যাওয়ার সময় ছবি তুলে নিজের ফেসবুক পেজে পোস্ট করেছিলেন নাসির। বোনের সঙ্গে তোলা সেই ছবিতে অনেকেই আশালীন মন্তব্য করেন। তাই মর্মাহত নাসির ছবিটি বাধ্য হয়ে সরিয়ে নেন। এর পর গত শনিবার অপর এক স্ট্যাটাসে কিছুটা হতাশাও প্রকাশ করেন জাতীয় দলের এই ক্রিকেটার।

সতীর্থের সমব্যথী হয়ে মাশরাফি বিন মুর্তজা তাঁর ফেসবুক পেজ বন্ধ করে দেওয়ার পর মুশফিুকর রহিম কোনো ক্রিকেটার বা সেলিব্রেটিদের নিয়ে বাজে মন্তব্য করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন। তিনি লেখেন, ‘প্রত্যেক মানুষই কঠোর চেষ্টা করেন, যেন নিজের জাতিকে নিয়ে গর্ববোধ করা যায় এমন কিছু করতে। তাই সম্মান পাওয়াটা তাদের প্রাপ্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো বাংলাদেশি ক্রিকেটার বা কোনো বিদেশি সেলিব্রেটিকে নিয়ে বাজে মন্তব্য থেকে বিরত থাকা উচিত।’

তা না হলে নিজের ফেসবুক পেজ থেকে বাজে মন্তব্যকারীদের বাদ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ টেস্ট দলের এ অধিনায়ক। তিনি আরো বলেন, ‘এখানে বাজে ভাষা ব্যবহার করলে তাঁকে স্রেফ ‘ব্যান্ড’ করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কোনো কিছু পোস্ট করার আগে নিজের চিন্তা-ভাবনা পরিষ্কার করুন।’  

অবশ্য বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের প্রশংসা করতেও ভুলেননি মুশফিকুর রহিম। তিনি বলেন, ‘আমাদের সমর্থকরা বেশ আবেগী। বিশ্বজুড়ে তাঁদের সুনামও রয়েছে। মাঠে এবং মাঠের বাইরে দীর্ঘদিন ধরে ক্রিকেটাদের যেভাবে সমর্থন জোগাচ্ছেন তাঁরা, তা খুবই প্রশংসার দাবি রাখে। আশা করছি, এই সমর্থন অব্যাহত থাকবে সব সময়।’