রায়না, জাদেজা আইপিএল কেলেঙ্কারিতে জড়িত!

রাজনীতিবিদ এবং আমলাদের পর এবার ক্রিকেটারদের প্রতি সরাসরি আঙুল তুললেন সাবেক ইন্ডিয়ান ক্রিকেট লিগের (আইপিএল) চেয়ারম্যান লোলিত মোদি।
আইপিএলের বেটিংয়ের সঙ্গে চেন্নাই সুপার কিংসের তিন খেলোয়াড় রবীন্দ্র জাদেজা, ডোয়াইন ব্রাভো ও সুরেশ রায়না জড়িত বলে গতকাল অভিযোগ করেছেন মোদি।
চেন্নাই সুপার কিংসের এই তিন খেলোয়াড়ের বিষয়ে সন্দেহ প্রকাশ করে এবং এঁদের সঙ্গে বাজিগর বাবা দিবানের কথাবার্তার বিষয়ে ২০১৩ সালে আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনের কাছে চিঠি লিখেছিলেন বলে দাবি করেন মোদি। দিবান উল্লেখিত এই তিন খেলোয়াড়কে কেবল অর্থ নয়, গিফট হিসেবে ফ্ল্যাটও দিয়েছেন বলে দাবি করেন বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করা মোদি। সূত্র আইএন লাইভ।
উল্লেখিত তিন খেলোয়াড়ের ব্যাপারে মোদির চিঠি লেখার বিষয়টি স্বীকার করেছে আইসিসি।
ক্রিকেটের প্রধান সংস্থা আইসিসি জানিয়েছে, ‘বিষয়টি তারা অ্যান্টিকরাপশন অ্যান্ড সিকিউরিটি ইউনিটের (আকসু) কাছে পাঠিয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছিল।