প্রথম আলোর বিদ্রূপে ভারতীয় মিডিয়ায় ক্ষোভ

Looks like you've blocked notifications!

ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয়ের নায়ক মুস্তাফিজুর রহমান। ১৯ বছর বয়সী এই বাঁহাতি পেসারের দুর্দান্ত অফ কাটারে নাজেহাল হতে হয়েছে ভারতের ব্যাটসম্যানদের। জীবনের প্রথম তিন ওয়ানডেতে ১৩ উইকেট নিয়ে ইতিহাস গড়েছেন সাতক্ষীরা থেকে উঠে আসা মুস্তাফিজ। ভারতীয় দল হতাশাজনক সফর শেষে দেশে ফিরে গেলেও যেন সিরিজের উত্তাপ কমছে না কিছুতেই। বাংলাদেশের প্রথম সারির দৈনিক প্রথম আলোর সাপ্তাহিক ব্যঙ্গ ক্রোড়পত্র ‘রস আলো’র প্রচ্ছদ নিয়ে ভারতীয় গণমাধ্যমে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

গত ২৯ জুন প্রকাশিত রস আলোর প্রচ্ছদে ছিল একটি কল্পিত কাটারের রসাত্মক বিজ্ঞাপনী উপস্থাপন। যেখানে দেখা যায়, একটা দোকানের বিলবোর্ডে মুস্তাফিজ দাঁড়িয়ে আছেন। তাঁর হাতে একটা পেপার কাটার। কল্পিত দোকানটির নাম ‘টাইগার স্টেশনারি’। আর সেই দোকানের সামনে দাঁড়িয়ে আছেন ভারতের প্রথম সারির সাত ক্রিকেটার—অজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, শিখর ধাওয়ান ও রবিচন্দ্রন অশ্বিন। প্রত্যেকেরই মাথার চুল অর্ধেক কাটা। যেন সেটা কাটা হয়েছে মুস্তাফিজের কাটার দিয়ে। ভারতীয় ক্রিকেটাররা একটা ব্যানার ধরে দাঁড়িয়ে আছেন। যেখানে লেখা আছে, ‘আমরা ব্যবহার করেছি, আপনিও করুন!’

দেশের জনপ্রিয় ক্রিকেটারদের নিয়ে এমন বিদ্রূপে ভীষণ ক্ষুব্ধ ভারতীয় গণমাধ্যম। দেশটির প্রথম সারির দৈনিক টাইমস অব ইন্ডিয়া লিখেছে, ‘ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের গণমাধ্যম দারুণভাবে উদযাপন করেছে। কিন্তু ২৯ জুন প্রথম আলো নামের জাতীয় দৈনিকে যে ছবি ছাপা হয়েছে, তা পুরো ব্যাপারকে বাজেভাবে উপস্থাপন করেছে।’

ইন্ডিয়ান এক্সপ্রেসের শিরোনামেও ফুটে বেরিয়েছে ক্ষোভ, ‘ভারতীয় ক্রিকেটারদের নিয়ে প্রথম সারির বাংলাদেশি দৈনিকের উপহাস।’ আর ‘বাংলাদেশের সংবাদপত্রে ভারতীয় প্লেয়ারদের নিয়ে ব্যঙ্গচিত্র লজ্জাজনক’ শিরোনামে এবিপি আনন্দ লিখেছে, ‘বাংলাদেশের এই ঐতিহাসিক জয় ভারতের জন্য নিঃসন্দেহে লজ্জাজনক। কিন্তু তার চেয়েও লজ্জাজনক কাজ করেছে বাংলাদেশের এক শীর্ষস্থানীয় সংবাদপত্র প্রথম আলো। বাংলাদেশ যথেষ্ট ভালো খেলে জিতেছে, কিন্তু সেই খেলোয়াড়সুলভ মনোভাব দেখাতে পারেনি বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলো।’