মাশরাফিদের বিসিবির সাবেক সভাপতির অভিনন্দন

কার্ডিফে ২০০৫ সালে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিস্ময়ের জন্ম দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। প্রায় এক যুগের বেশি সময় পর সেই কার্ডিফেই নিউজিল্যান্ডকে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে উঠে আরেকটি অসাধ্য-সাধন করেছেন মাশরাফিরা। তাঁরা গড়েছেন ইতিহাসও। বাংলাদেশ ক্রিকেট দলের অসাধারণ এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন বিসিবির সাবেক সভাপতি আলী আসগর লবি।
মূলত তাঁর সময়েই বাংলাদেশ ২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল। তিনি ২০০১ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত বিসিবি সভাপতি ছিলেন। সে সময়ে তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি ছিলেন।
তাঁর সময়ে বাংলাদেশ ওয়ানডেতে ভারত, শ্রীলংকা, অস্ট্রেলিয়ার মতো পরাশক্তিদের হারিয়েছিল। ওয়ানডে এবং টেস্ট সিরিজ জিতে যে সাফল্য পেতে শুরু করেছিল সে ধারাবাহিকতায় আজকের এই অসাধারণ সাফল্য।
এবার চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ সেমিফানালে ওঠায় দারুণ খুশি আলী আসগর। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট দলের দারুণ এই সাফল্যে আমি মোটেও বিস্মিত নই। কারণ ২০০৬ সালেই আমি বলেছিলাম আইসিসির বড় আসরে আমরা একদিন সেমিফাইনালে খেলব। আমাদের সেই স্বপ্নপূরণ হয়েছে। আশাকরি একদিন বাংলাদেশ বিশ্বকাপের ফাইনালে খেলবে।’