লন্ডনে ‘হামলা’ প্রসঙ্গে যা বললেন তামিম

মাত্রই ইংল্যান্ডে গিয়েছিলেন তামিম ইকবাল। এসেক্সের হয়ে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ক্রিকেটে আটটি ম্যাচ খেলার কথা ছিল এই টাইগার ওপেনারের। একটি ম্যাচে মাঠেও নামেন তামিম। সেই ম্যাচে অবশ্য দলের জন্য বেশি কিছু করতে পারেননি। ‘রহস্যজনক’ কারণে হঠাৎ দেশে ফিরে আসছেন তামিম। বেশ কিছু গণমাধ্যমে প্রচার করা হয়, বাংলাদেশি ওপেনারের পরিবারের ওপর ‘সন্ত্রাসী হামলার’ কারণেই ইংল্যান্ড ছেড়েছেন তামিম। তবে কোনো গুজবে কান না দেওয়ার পরামর্শ জানালেন বাংলাদেশ দলের এই অন্যতম সেরা ব্যাটসম্যান। তিনি জানিয়েছেন, একেবারেই ব্যক্তিগত কারণে এ মৌসুমে টি-টোয়েন্টি ব্লাস্টে খেলবেন না তিনি। তবে ভবিষ্যতে সুযোগ পেলে ইংল্যান্ডে খেলবেন তিনি।
আজ বুধবার নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তামিম লিখেছেন, ‘আমার ভক্ত এবং শুভানুধ্যায়ীদের জানাতে চাই, ব্যক্তিগত কারণে এসেক্সে পুরো সময় খেলতে পারছি না আমি। বেশ কিছু গণমাধ্যম কারণ হিসেবে হামলার কথা বলছে। তবে সেগুলো সত্য নয়। ক্রিকেট খেলার জন্য আমার সবচেয়ে পছন্দের জায়গা ইংল্যান্ড। আমি সবাইকে জানাতে চাই, ইংল্যান্ডে আবারও খেলতে চাই আমি।’
এর আগে গতকাল মঙ্গলবার নিজেদের ওয়েবসাইটে এসেক্স এক বিবৃতিতে জানায়, ব্যক্তিগত কারণেই জরুরি ভিত্তিতে দেশে ফিরে যাচ্ছেন তামিম। এ জন্য তাঁকে শুভকামনাও জানায় তারা।
তামিম ফিরে আসার কারণ খোলাসা না করলেও বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, রেস্টুরেন্টে খাবার খেয়ে বের হওয়ার সময় কয়েকজন সন্ত্রাসী তামিমসহ তাঁর পরিবারের পেছনে ধাওয়া করে। এ ঘটনায় আতঙ্কিত হয়ে স্ত্রী-পুত্র নিয়ে ফিরে আসার সিদ্ধান্ত নেন এই বাংলাদেশি ব্যাটসম্যান। বিসিবির একাধিক সূত্রের বরাত দিয়ে সংবাদটি প্রকাশ করা হয়। এরপরই ক্রিকেটবিশ্বের প্রতিটি দেশই এ ঘটনা বেশ গুরুত্বের সঙ্গে নেয়। তামিমের স্ত্রী আয়েশার ওপর এসিড নিক্ষেপ করা হয়েছে, এমন তথ্যও প্রচার হতে থাকে।