এবার রংপুর রাইডার্সে গেইল

Looks like you've blocked notifications!

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর মাঠে গড়াবে আগামী নভেম্বরে। অবশ্য এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজরা মাঠে নেমে পড়েছে। তারা দলে ভেড়াতে শুরু করেছে নিজেদের পছন্দের খেলোয়াড়দের। বিপিএলে সবচেয়ে বড় চমকের নাম ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইলকে এবার দলভুক্ত করেছে রংপুর রাইডার্স। এরই মধ্যে তারা চুক্তিও করে ফেলেছে এই ক্যারিবীয় ক্রিকেটারের সঙ্গে।   

রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী কর্মকতা ইশতিয়াক সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে তিনি বলেন, ‘বিপিএলের পরবর্তী আসরে গেইল আমাদের হয়ে খেলবেন। এরই মধ্যে তাঁর সঙ্গে আমাদের চুক্তিও হয়েছে। অবশ্য পুরো আসরে তাঁকে পাওয়া কঠিন হবে।’

এবার রংপুর হাই প্রোফাইল কোচ নিচ্ছে, অস্ট্রেলিয়ার টম মুডিকে। গেইল ছাড়াও রংপুরের হয়ে বিদেশি ক্রিকেটার হিসেবে থাকছেন স্যামুয়েল বদ্রি, জনসন চার্লস, থিসারা পেরেরা ও রবি বোপারা।

আর স্থানীয় ক্রিকেটারদের মধ্যে রংপুর গতবারের স্পিনার আরাফাত সানি ও পেসার রুবেল হোসেনকে নিশ্চিত করেছে। এর বাইরে তারা অলরাউন্ডার নাসির হোসেনকে নিতে চাইছে।