মেয়েদের ক্রিকেটে অনন্য উচ্চতায় মিথালি রাজ

ভারতের ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারের মতো মিথালি রাজও ক্রিকেট অঙ্গনে পা রেখেছিলেন খুব ছোটবেলায়। ব্যাটিংয়ের ধরনেও অনেক মিল আছে তাঁদের। ভারতের নারী ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক মিথালিকে প্রায়ই তুলনা করা হয় টেন্ডুলকারের সঙ্গে। সেটা যে একেবারে অমূলক নয়, তাও প্রমাণ করে দিলেন মিথালি।
ছেলেদের ক্রিকেটে সবচেয়ে বেশি রানের রেকর্ডগুলো আছে টেন্ডুলকারের দখলে। এবার মেয়েদের ক্রিকেটেও সেই রেকর্ড নিজের করে নিয়েছেন মিথালি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৯ রানের লড়াকু এক ইনিংস খেলে মিথালি ছাড়িয়ে গেছেন ইংল্যান্ডের শার্লট এডওয়ার্ডকে। নারীদের ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে স্পর্শ করেছেন ৬,০০০ রানের মাইলফলক।
২০১৬ সালে অবসরে যাওয়ার আগে ১৯১টি ওয়ানডে খেলে শার্লট করেছিলেন ৫,৯৯২ রান। আর গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৩ রান করেই মিথালি ছাড়িয়ে গেছেন শার্লটকে। পরে ছয় হাজার রানের মাইলফলক স্পর্শ করে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।
ব্যাটিং গড়ের দিক দিয়ে অন্য অনেকের চেয়ে এগিয়ে আছেন মিথালি। ওয়ানডেতে ৬,০২৮ রান সংগ্রহ করেছেন মাত্র ১৮৩টি ম্যাচ খেলে। ব্যাটিং গড় ৫১.৫২। অন্যদিকে শার্লটের ব্যাটিং গড় ছিল ৩৮.১৬। এমনকি ওয়ানডেতে শচীন টেন্ডুলকারের ব্যাটিং গড়ও মিথালির চেয়ে কম। ৪৪.৮৩।
রেকর্ড গড়ার ম্যাচে অবশ্য হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মিথালিকে। ভারতকে ৮ উইকেটে হারিয়ে মেয়েদের বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে অস্ট্রেলিয়া। ভারতের সামনেও আছে শেষ চারে যাওয়ার হাতছানি। আগামী শনিবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেলেই ভারত পেয়ে যাবে সেমির টিকেট।