ঝড় তুলেছে ‘বিরুস্কা’র সেলফি

আনুশকা শর্মা ও বিরাট কোহলি ভালো-খারাপ যাই করেন না কেন সেটাই হিট। দীর্ঘদিন ধরে সেটি নিয়ে চলে আলোচনা-সমালোচনা। এবার আবার আলোচনার জন্ম দিয়েছেন ভারতীয় এই প্রেমিক জুটি। প্রেমিকা অভিনেত্রী আনুশকা শর্মা সঙ্গে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন কোহলি। শেয়ারের মাত্র ১৯ ঘণ্টার মধ্যে ১৫ লাখ লাইক পড়েছে ছবিটিতে। সমর্থকরা ছবিটিতে যেভাবে লাইক ও মন্তব্যের ঝড় বইয়ে দিচ্ছেন তাতে করে ইন্সটাগ্রামে দারুণ রেকর্ড গড়তে যাচ্ছে এই সেলিব্রেটি জুটি। কেবল কোহলির সমর্থকরাই নয়, আনুশকার ভক্তরাও মন্তব্য করছেন সমান তালে।
ইন্সটাগ্রামে এখন পর্যন্ত সবচেয়ে বেশি লাইক ও কমেন্টে পড়েছে বিয়ন্সে নোয়েলসের ছবিতে। গর্ভাবস্থায় থাকাকালীন ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন এই তারকা শিল্পী। বিশ্বের এক কোটি ১০ লাখ মানুষ বিয়ন্সের ছবিটি পছন্দ করেন। এরপর রয়েছেন সেলেনা গোমেজ। কোমল পানীয় মুখে নেওয়ার একটি ছবি শেয়ার করেন এই তারকা। ছবিটি পছন্দ করেন প্রায় ৭০ লাখ মানুষ। সন্তানসহ ক্রিস্টিয়ানো রোনালদোর ছবিতে লাইক পড়েছে ৫৪ লাখ। স্ত্রীর সঙ্গে বেশ রোমান্টিক ভঙ্গিতে থাকা মেসির ছবিতে লাইক পড়েছে ৪৮ লাখ। তালিকার পরের তিনটি ছবিই সেলেনার। এক খুদে ভক্তের সঙ্গে শেয়ার করা ছবিটিতে লাই পড়ে প্রায় ৪৭ লাখ। মেসি ও রোনালদোর অনেক ছবিতে ৩০ লাখের বেশি লাইক পড়েছে। ঘুমন্ত অবস্থায় থাকা কেন্ডাল জেনারের একটি ছবিতে লাইক পড়ে প্রায় ৩৭ লাখ। পরের নামগুলো টেইলর সুইফট (২৭ লাখ), কিম কার্দাসিয়ান (২৫ লাখ), বিয়ন্সে (২৪ লাখ) ও সেলেনা গোমেজ (২৪ লাখ)।
কোহলি ও আনুশকা শর্মার ছবি যেভাবে ভাইরাল হচ্ছে তাতে করে মনে হচ্ছে অনেক তারকারই রেকর্ড ভেঙে ফেলবেন তাঁরা।