উইম্বলডনে ফেদেরারকে হারিয়ে জোকোভিচের শ্রেষ্ঠত্ব
গত বছর পাঁচ সেটের ম্যারাথন লড়াইয়ে রজার ফেদেরারকে হারিয়ে উইম্বলডনের শিরোপা জিতেছিলেন নোভাক জোকোভিচ। এবারের ফাইনালেও মুখোমুখি দুই টেনিস-তারকা। আর এবারও জোকোভিচ চ্যাম্পিয়ন।
urgentPhoto
রোববারের ফাইনাল অবশ্য পাঁচ সেটে গড়ায়নি। প্রায় তিন ঘণ্টা লড়াই করে বিশ্বের এক নম্বর খেলোয়াড় ৭-৬ (৭/১), ৬-৭ (১০/১২), ৬-৪, ৬-৩ গেমে জিতেছেন। তাই রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লামের মালিক ফেদেরার আরেকটি রেকর্ড গড়তে ব্যর্থ। ঊনবিংশ শতাব্দীতে যুক্তরাজ্যের উইলিয়াম রেনশ আর আধুনিক টেনিসের অন্যতম সেরা মার্কিন কিংবদন্তি পিট সাম্প্রাসের মতো ফেদেরারকেও সাতটি উইম্বলডন শিরোপা নিয়ে আপাতত সন্তুষ্ট থাকতে হচ্ছে।
জোকোভিচ বরং একটা কীর্তি গড়েছেন। এই সার্বিয়ান তারকার এটা নবম গ্র্যান্ড স্লাম জয়। সে সুবাদে আন্দ্রে আগাসি, জিমি কোনর্স ও ইভান লেন্ডলের মতো তিন প্রতিভাবান খেলোয়াড়কে পেছনে ফেলে দিয়েছেন তিনি। তিনজনেরই গ্র্যান্ড স্লাম শিরোপার সংখ্যা আটটি।
কোচ বরিস বেকারেরও পাশে দাঁড়িয়েছেন জোকোভিচ। বেকারের মতো তাঁরও এখন তিনটি উইম্বলডন শিরোপা।
আগামী মাসে ৩৪ বছর পূর্ণ করবেন ফেদেরার। একজন টেনিস খেলোয়াড়ের জন্য বয়সটা একটু বেশিই। তবে এ বয়সেও সুইস তারকার খেলায় মুগ্ধ ২৮ বছর বয়সী জোকোভিচ। ফাইনাল শেষে ফেদেরারের প্রতি তাঁর শ্রদ্ধাঞ্জলি, ‘বলতে বাধ্য হচ্ছি, রজারের বিপক্ষে খেলা সব সময়ই বিশাল চ্যালেঞ্জ। আমাদের প্রজন্মের বহু খেলোয়াড় তাঁর খেলা অনুসরণ করেছে।’