মিরপুরে দ্বিতীয় দিনটিও টাইগারদের
প্রথম ইনিংসে ব্যর্থতার পর দ্বিতীয় ইনিংসে ছন্দে ফিরেছে বাংলাদেশের ব্যাটিং। দারুণ ব্যাটিং করছেন তামিম ইকবাল। প্রথম ইনিংসে যেখান থেকে শেষ করেছিলেন, সোমবার যেন সেখান থেকেই শুরু করলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। নিজের সহজাত খেলাটাই খেলছেন তিনি। মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শেষে এক উইকেটে ৪৫ রান করেছে বাংলাদেশ। আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন সৌম্য সরকার। ১৫ রান করে অ্যাশটন অ্যাগারের বলে উসমান খাজাকে ক্যাচ দেন তিনি। দুই ইনিংস মিলে অস্ট্রেলিয়ার চেয়ে ৮৮ রানে এগিয়ে আছে বাংলাদেশ। হাতে আছে আরো ৯ উইকেট। মঙ্গলবার একটু রয়েসয়ে খেলতে পারলে লিডটা যে আরো অনেক বাড়বে সেটা তো বলাই বাহুল্য।
এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের ২৬০ রানের জবাবে ২১৭ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। অসিদের চেয়ে ৪৩ রানে এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করেছে বাংলাদেশ। সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে ১৪৪ রানেই আট উইকেট হারিয়ে বসেছিল অস্ট্রেলিয়া। নবম উইকেটে ৪৯ রান যোগ করে স্কোরটা ২০০ রানের কোটা পার করান প্যাট কামিন্স ও অ্যাশটন অ্যাগার। ৪১ রান করেন অ্যাগার।
গতকাল মিরপুর টেস্টের প্রথম দিনের শেষভাগে তিন উইকেট হারানোর পর আজ দ্বিতীয় দিনের শুরুতেই চাপের মুখে পড়ে সফরকারীরা। দিনের তৃতীয় ওভারেই অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথকে সাজঘরে ফিরিয়েছেন মেহেদী হাসান মিরাজ। এরপর ম্যাট রেনশ ও পিটার হ্যান্ডসকম্বে প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিল সফরকারী দলটি। পঞ্চম উইকেটে ৬৯ রানের জুটি গড়েছিলেন এই দুই ব্যাটসম্যান। তবে খুব বেশি বিপজ্জনক হয়ে ওঠার আগেই এই জুটি ভেঙেছেন তাইজুল ইসলাম। ৩৩ রান করে এলবিডব্লিউর ফাঁদে পড়েছেন হ্যান্ডসকম্ব। ৪৫ রান করে সাকিবের শিকার হয়েছেন রেনশ।
এরপর সাকিব-মিরাজের ঘূর্ণিতে দিশেহারা হয়ে একের পর এক অসি ব্যাটসম্যান সাজঘরে ফিরতে থাকেন। শেষ পর্যন্ত স্কোরে মাত্র ২১৭ রানই তুলতে সক্ষম হয় বিশ্বক্রিকেটের অন্যতম শক্তিশালী দলটি। সাকিব আল হাসান ৫ ও মেহেদী হাসান মিরাজ নেন ৩ উইকেট। আজ দারুণ এক রেকর্ডে নিজের নাম লেখান সাকিব। টেস্ট খেলুড়ে সবগুলো দেশের বিপক্ষে ৫ উইকেট নেওয়ার দারুণ রেকর্ড গড়লেন তিনি। সাকিবের আগে মুরালিধরন, ডেল স্টেইন ও রঙ্গনা হেরাথের এমন রেকর্ড হয়েছে।
প্রথম ইনিংসে সাকিবের ৮৪ ও তামিমের ৭১ রানে ভর করে ২৬০ রান করেছিল বাংলাদেশ। এ ছাড়া নাসির ২৩ রান করেন। মুশফিক ও মিরাজ উভয়েই ১৮ রান করে স্কোরে অবদান করেছেন।