টেস্টেও বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎই দেখছেন স্মিথ

Looks like you've blocked notifications!

বাংলাদেশ সফরে এসে যে হারের মুখ দেখতে হবে, সেটা হয়তো ভাবতেই পারেননি অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। কিন্তু সেই অকল্পনীয় পরিস্থিতির সামনেই পড়তে হয়েছে স্মিথ-ওয়ার্নারদের। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে হেরে বেশ লজ্জাজনক পরিস্থিতির মুখেই পড়েছিলেন তাঁরা। তীব্র সমালোচনা শুরু হয়েছিল অস্ট্রেলিয়ান গণমাধ্যমে। দ্বিতীয় টেস্টটি জিতে অবশ্য মান রক্ষা হয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের। পড়তে হয়নি টেস্ট র‍্যাংকিংয়ের ছয় নম্বরে নেমে যাওয়ার লজ্জায়।

ওয়ানডের মতো টেস্টেও যে বাংলাদেশ এখন শক্তিশালী দল হিসেবে হাজির হচ্ছে, সেটাও স্বীকার করে নিতে হয়েছে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথকে। ভবিষ্যতে যে বাংলাদেশ আরো ভালো করবে, এমন কথাও শোনা গেল স্মিথের মুখে। চট্টগ্রাম টেস্ট শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘প্রথম টেস্টটা তো তারা জিতেই গেছে। দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশ আমাদের সামনে ভালো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল। আমার তো মনে হয় টেস্টে বাংলাদেশের অনেক ভালো করার সম্ভাবনা আছে।’

সিরিজের প্রথম ম্যাচে হারের পর বেশ চাপের মুখেই পড়ে গিয়েছিলেন স্মিথ-ওয়ার্নাররা। চট্টগ্রামে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটা জিতে যেন ঘাম দিয়ে জ্বর ছুটেছে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের। যেন হাঁফ ছেড়ে বেঁচেছেন তাঁরা। স্মিথ বলেছেন, ‘প্রথম টেস্টে হারের পর কিছুটা হতাশ ছিলাম। বাংলাদেশকে অভিনন্দন। তারা খুবই ভালো খেলেছে। এখন দ্বিতীয় ম্যাচটা জেতায় আমরা স্বস্তি পেয়েছি।’

টেস্ট স্ট্যাটাস পাওয়ার ১৭ বছর পেরিয়ে গেলেও নিয়মিতভাবে টেস্ট খেলার সুযোগ কখনোই আসেনি বাংলাদেশের। গত ১৭ বছরে অস্ট্রেলিয়ার বিপক্ষেই এবার বাংলাদেশ খেলেছে নিজেদের তৃতীয় টেস্ট সিরিজ। তিনটি সিরিজই ছিল দুই ম্যাচের। ফলে সব মিলিয়ে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে বাংলাদেশ নিজেদের শক্তিমত্তা যাচাই করতে পেরেছে মাত্র ছয়টি ম্যাচে। ভবিষ্যতে আরো বেশি করে টেস্ট খেলার সুযোগ পেলে স্মিথের মতো বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের কথা হয়তো আরো অনেকের কণ্ঠেই শোনা যাবে।