এশিয়া কাপ হকি

মালয়েশিয়ায় হোঁচট পাকিস্তানের

Looks like you've blocked notifications!

এশিয়া কাপ হকি টুর্নামেন্টের সুপার ফোরের শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। তুলনামূলক কম শক্তির দল মালয়েশিয়ার কাছে হেরে বসেছে তারা। আজ বুধবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মালয়েশিয়া ৩-২ গোলে হারিয়েছে পাকিস্তানকে।

অবশ্য ম্যাচের শুরুতেই এগিয়ে যায় পাকিস্তান। প্রথম মিনিটেই ওমর ভুট্টোর চমৎকার হিটে লক্ষ্য ভেদ করে তারা। এই ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা, ম্যাচের দশম মিনিটে পেনাল্টি কর্নার থেকে সমতায় ফিরে মালয়েশিয়া (১-১)।

এর পর ১৯ মিনিটে আবার এগিয়ে যায় সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা, ইয়াকুব মোহাম্মদ করেন গোলটি। ২৫ মিনিটে শাহরিল সাবাহর গোলে আবার সমতায় ফিরে মালয়েশিয়া (২-২)। 

পাকিস্তানের কপাল পুড়ে ৩৪ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে একটি গোল খেয়ে। ফিতরিসারির গোলে জয়ের উল্লাসে মেতে ওঠে মালয়েশিয়া (৩-২)। 

ভারতকে রুখে দিয়েছে কোরিয়া

ভারত ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার দিনের অন্য ম্যাচটি ১-১ গোলে অমীমাংসিত থেকেছে।  ৪১ মিনিটে লি জাঙ্গিয়ামের গোলে এগিয়ে যায় কোরিয়া। পরে ৬০ মিনিটে গুরজান্ত সিংয়ের গোলে খেলার সমতা নিয়ে ভারত।