ফুটবলের নতুন তারকা শাওন

Looks like you've blocked notifications!
ভারতের বিপক্ষে জয়ের পর বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের অধিনায়ক শাওন হোসেন। ছবি : এনটিভি

দেশের ফুটবলের নতুন তারকা শাওন। শুরু থেকে শেষ পর্যন্ত দুরন্ত কিশোরদের নেতৃত্ব দিয়েছেন। দেশের জন্য কিছু করার তাগিদ থেকে লড়াই করেছেন ফাইনালের শেষ মিনিট পর্যন্ত।
 
শাওনের নেতৃত্বে দক্ষিণ এশিয়ার অনূর্ধ্ব-১৬ ফুটবলের শ্রেষ্ঠত্ব এখন বাংলাদেশের। এ চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরে দাপটের সঙ্গে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। গর্বের শিরোপাটা শাওনই নিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাহউদ্দিনের কাছ থেকে। উঁচু করে ধরলেন। সে সঙ্গে উঁচু হলো একটি নামও- বাংলাদেশ।
 
ম্যাচ শেষে সাংবাদিকদের মাধ্যমে সিলেটবাসীকেও ধন্যবাদ দিলেন শাওন। তিনি বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আমাদের লক্ষ্যই ছিল শীর্ষে ওঠা। আমরা তা করতে পেরেছি। আমি সিলেটবাসীকে ধন্যবাদ জানাই। তাঁরা আমাদের অনেক সমর্থন করেছেন। মাঠে এসে আমাদের সমর্থন করাতে ফুটবলাররা আরো ভালো খেলতে পেরেছে।’
 
শাওন আরো বলেন, ‘এ প্রথমবারের মতো আমরা চ্যাম্পিয়ন হলাম। আর সে দলের অধিনায়ক আমি এ কারণে আরো বেশি ভালো লাগছে। অধিনায়ক হিসেবে আমার একটাই দায়িত্ব ছিল যে কিছু একটা করে দেখাতে হবে। কারণ দেশের মানুষ আমাদের দিকে তাঁকিয়ে আছে। সেরা খেলাটা দেওয়ার চেষ্টা করেছি।’