রেফারির সহায়তায় জিতেছে বার্সা!

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে বার্সেলোনার বিপক্ষে বড় ব্যবধানে হার সেমিফাইনালের দৌড়ে অনেকটাই পিছিয়ে দিয়েছে রোমাকে। তবে রোমা কোচ ইউসেবিও মনে করছেন, ম্যাচ জিততে রেফারির সহায়তা পেয়েছে স্বাগতিকরা।
ইউসেবিওর ভাবনাটা তেমন হলেও রোমাই ম্যাচ জিততে সহায়তা করেছে বার্সাকে, তেমনটাও বললেও ভুল হবে না বোধ হয়। ন্যু-ক্যাম্পে ইতালীয় ক্লাবটি যে নিজেদের জালেই নিজেরাই লক্ষ্যভেদ করেছে দুবার। জেরার্ড পিকে ও লুইস সুয়ারেজের আরো দুই গোল করলে ব্যবধান দাঁড়ায় ৪-১।
ঘরের মাঠে বার্সা জিতলেও ইউসেবিও প্রশ্ন তুলছেন রেফারির ম্যাচ পরিচালনা নিয়ে। তবে নিজেদের দেওয়া আত্মঘাতী গোলও যে রোমাকে পিছিয়ে দিয়েছে, সেটাও মেনে নিয়েছেন এই ইতালিয়ান কোচ।
ইউসেবিওর ভাষ্যে, ‘বার্সেলোনা ইতোমধ্যে একটি শক্তিশালী দল, তাদের কোনো সাহায্য নেওয়ার প্রয়োজন নেই। তবে আজকে তারা আমাদের থেকে এবং রেফারি থেকেও সহায়তা পেয়েছে।’
দল দারুণ খেললেও বেশ কিছু ভুলের খেসারত দিতে হয়েছে রোমাকে, ইউসেবিও মনে করছেন এমনটাই। তাঁর মতে, ‘আমরা দারুণ লড়াই করেছি, তবে বড় কিছু ভুলের খেসারত মূল্য দিতে হয়েছে আমাদের। ফুটবলাররা যেভাবে খেলেছে, তাতে আমি অবশ্য কাউকেই দোষ দিতে পারছি না।’
অতিথি হয়ে ম্যাচ হেরে যাওয়া রোমার সামনে এবার সুযোগ আতিথ্য দেওয়ার। আগামী মঙ্গলবার স্তেদিও অলিম্পিকোতে রোমা দ্বিতীয় লেগের খেলায় বার্সার মুখোমুখি হবে স্বাগতিক হিসেবে।