টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে আফগান চমক!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ(আইপিএল) থেকে শুরু করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), সবখানেই জয়জয়কার আফগান ক্রিকেটারদের। টি-টোয়েন্টির ঘরোয়া আসরগুলোতে যেমন নিজেদের খেলোয়াড়ও ছড়িয়ে যাচ্ছেন আলো। এবার আফগানিস্তান দলও টি-টোয়েন্টির আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে চমকে দিল সবাইকে!
২০১০ সাল থেকে আন্তর্জাতিক টি-টোয়েন্টির মঞ্চে আবির্ভাব হওয়ার পর থেকেই দুর্দান্ত নৈপুণ্য উপহার দিয়ে যাচ্ছে আফগানিস্তান। শেষ ১০ ম্যাচের মধ্যে তারা জিতে নেয়েছে সাত ম্যাচই। ধারাবাহিকতার পুরস্কারটা এবার পেয়েই গেল অভিষেক টেস্ট ম্যাচ খেলার অপেক্ষায় থাকা আইসিসির নবীনতম পূর্ণ সদস্য দলটি।
বাংলাদেশকে টপকে নবম স্থান দখল করেছিল সেই কবেই। আফগান লেগ স্পিনার রশিদ খান রয়েছেন টি-টোয়েন্টি বোলিং র্যাঙ্কিংয়ের শীর্ষে। আইসিসির প্রকাশিত নতুন টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এবার নবীন দলটি পেছনে ফেলল শ্রীলঙ্কাকেও। আফগানদের আটে ওঠার র্যাঙ্কিংয়ে পাকিস্তান ধরে রেখেছে নিজেদের শীর্ষস্থান।
নতুন র্যাঙ্কিংয়ে প্রথম সাত দলের কোনো পরিবর্তন হয়নি। তবে লঙ্কানদের ৮৫ পয়েন্টকে টপকে ৮৭ পয়েন্ট নিয়ে এখন অষ্টম স্থানে রয়েছে আফগানরা। নবম স্থানে থাকা শ্রীলঙ্কানদের ঠিক পরেই ৭৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশ রয়েছে দশম স্থানে।
শীর্ষে থাকা পাকিস্তানের রেটিং পয়েন্ট ১৩০। অস্ট্রেলিয়া ১২৬ পয়েন্ট নিয়ে রয়েছে তালিকার দুইয়ে। র্যাঙ্কিংয়ের তিন নম্বরে থাকা ভারতের সংগ্রহ ১২৩ রেটিং পয়েন্ট।