লিভারপুল গোলরক্ষককে হত্যার হুমকি!
এবারের মৌসুমেই লিভারপুলের প্রথম গোলরক্ষক হিসেবে নির্বাচিত হয়েছিলেন জার্মান ফুটবলার লরিস কারিউস। চ্যাম্পিয়নস লিগ ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের অভিজ্ঞতাও তাঁর এই প্রথম। সে কারণেই হয়তো মাঠে গোলমাল পাকিয়ে ফেলেছিলেন তিনি। এর খেসারত দিতে হয়েছে ইংলিশ ক্লাবটিকে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৩-১ গোলে হারের দুটি গোলই লিভারপুলকে হজম করতে হয়েছে গোলরক্ষক কারিউসের ভুলের কারণে।
ম্যাচ শেষে অবশ্য ভক্ত-সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন এই জার্মান তারকা। অবশ্য তাতে মন গলেনি অনেক অলরেড ভক্ত-সমর্থকের। সামাজিক যোগাযোগমাধ্যমে শত শত হত্যার হুমকি এসেছে এই খেলোয়াড় ও তাঁর পরিবারকে উদ্দেশ করে।
গত শনিবার ফাইনাল ম্যাচের ৫১ মিনিটে ম্যাচের প্রথম গোলটিই আসে কারিউসের মারাত্মক একটি ভুলের কারণে। ডি-বক্সের মধ্যে থেকে বল থ্রো করার সময় সামনেই দাঁড়িয়ে ছিলেন রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার করিম বেনজেমা। কারিউস বলটা থ্রো করার সময় সেটিতে পা লাগিয়ে দেন বেনজেমা। তাতেই রিয়াল প্রথম গোলের দেখা পায়।
ম্যাচের ৮৩ মিনিটে রিয়ালের করা তৃতীয় গোলটিও লিভারপুল হজম করেছে কারিউসের কারণে। গ্যারেথ বেলের দূরপাল্লার শট তাঁর হাত গলে জড়িয়ে গেছে লিভারপুলের জালে।
চ্যাম্পিয়নস লিগ ফাইনালের মতো গুরুত্বপূর্ণ একটা ম্যাচে এমন দুটি গোল কিছুতেই মেনে নিতে পারছেন না লিভারপুল সমর্থকরা। ক্ষমা চাওয়ার পরও ক্ষোভে ফেটে পড়ছেন তাঁরা। সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক হুমকি আসছে জার্মান গোলরক্ষক ও তাঁর পরিবারকে ঘিরে। প্রথমে গুরুত্ব না দিলেও এবার নড়েচড়ে বসেছে পুলিশও। শত শত এমন হত্যার হুমকিকে আমলে নিয়ে খতিয়ে দেখবে বলে কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে।

স্পোর্টস ডেস্ক