ভুটানের সঙ্গে অপ্রত্যাশিত ড্র
নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানের কাছে সাত গোলের বড় ব্যবধানে হেরেছিল ভুটান। ঘরের মাঠে সেই দলটির সঙ্গেই কিনা জিততে পারল না বাংলাদেশ। এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে দুর্বল ভুটানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ।
রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এই ড্রয়ের ফলে বাংলাদেশের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া অনেকটাই কঠিন হয়ে গেছে। অবশ্য প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ২-০ গোলের জয়ে আসরে শুভসূচনা করেছিলেন সাইফুল বারীর শিষ্যরা। কিন্তু তুলনামূলক দুর্বল দলের সঙ্গে এদিন আর জিততে পারলেন না তাঁরা।
ম্যাচের ষষ্ঠ মিনিটেই স্বাগতিকদের হতাশায় ডোবান ভুটান স্ট্রাইকার সোনেম টোগে দারুণ একটি গোল করে। মিডফিল্ডার নিমা ওয়ানগোইয়ের কর্নারে বক্সের মধ্যে বল পেয়েই চমৎকার শটে লক্ষ্য ভেদ করেন।
খেলার সমতায় ফিরতে বেশ কিছুক্ষণ সময় লেগেছে বাংলাদেশের। ম্যাচের ৭৫ মিনিটে মিডফিল্ডার মোহাম্মদ ইব্রাহিমের ফ্রি কিকে অধিনায়ক মাশুক মিয়া জনি অসাধারণ হেডে গোল করে বাংলাদেশকে হারের লজ্জা থেকে বাঁচান।
দিনের অন্য ম্যাচে উজবেকিস্তান ৩-০ গোলে হারিয়েছে শ্রীলঙ্কাকে। দুই ম্যাচ জিতে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে তারা। আর বাংলাদেশ এক জয় ও এক ড্রয়ে চার পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।
মঙ্গলবার গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে শক্তিশালী উজবেকিস্তানের। সেই ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করবে কারা হবে গ্রুপ সেরা।