দুই মাদ্রিদের পয়েন্ট বন্টন
দারুণ জমে উঠেছে এবারের লা লিগার শিরোপার লড়াই। অন্যান্য মৌসুমে যেমন শুধুই রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদের লড়াই দেখা যায়, এবার শিরোপা জয়ের লড়াইয়ে খুব ভালোমতো যোগ দিয়েছে আরো দুটি ক্লাব—ভিলারিয়াল ও সেল্তা ভিগো। রোববার রাতে দুই নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল ও আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ভাগাভাগি আরো উত্তেজনাপূর্ণ করে তুলেছে লা লিগার এবারের মৌসুমকে। স্প্যানিশ লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ১-১ গোলে ড্র করে মাঠ ছেড়েছে রিয়াল ও আতলেতিকো।
লা লিগার অপর ম্যাচে নিচের সারির দল লেভান্তের বিপক্ষে ১-০ গোলে হেরে গেছে ভিলারিয়াল। তবে তাতেও শীর্ষস্থান হাতছাড়া হয়নি তাদের। সাত ম্যাচ শেষে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষেই আছে ভিলারিয়াল। সাত ম্যাচ শেষে ১৫ পয়েন্ট জমা হয়েছে রিয়াল মাদ্রিদ, সেল্তা ভিগো ও বার্সেলোনার ঘরে। তবে গোল ব্যবধানে সেল্তা ও বার্সেলোনার চেয়ে এগিয়ে আছে রিয়াল। গতবারের শিরোপাজয়ী বার্সা আছে চতুর্থ স্থানে। আর সাত ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে আতলেতিকো।
নিজেদের মাঠ, ভিসেন্তে কালদেরনে শুরুতেই পিছিয়ে পড়েছিল আতলেতিকো। ৯ মিনিটের মাথায় দানিয়েল কারভাহালের একটি ক্রস থেকে দারুণ এক হেডে গোল করেন রিয়ালের ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। ২১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা ফেরানোর দারুণ সুযোগ পেয়েছিল আতলেতিকো। কিন্তু আন্তেনিও গ্রিয়েজম্যানের শট রুখে দিয়েছেন রিয়ালের গোলরক্ষক কেইলন নাভাস। ৮৩ মিনিটে অবশ্য আর হতাশ হতে হয়নি আতলেতিকোকে। গোল করে সমতা ফিরিয়েছেন বদলি হিসেবে মাঠে নামা লুসিয়ানো ভিয়েত্তো।
রিয়ালের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ছিলেন অনেকটাই নিষ্প্রভ হয়ে। একটি গোল করতে পারলেই আনুষ্ঠানিকভাবে রিয়ালের পক্ষে সর্বোচ্চ গোলদাতা হয়ে যাওয়ার সুযোগ আছে এই পর্তুগিজ ফুটবলারের সামনে। রিয়াল অবশ্য এরই মধ্যে সংবর্ধনা দিয়ে দিয়েছে রোনালদোকে। কিন্তু রেকর্ড বই অনুসারে এখনো ৩২৩ গোল নিয়ে রিয়ালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি রাউলের সঙ্গে ভাগাভাগি করে নিচ্ছেন এ সময়ের অন্যতম সেরা ফুটবলার।