আর্সেনালের কাছে ম্যানইউর হার
১৯ বছর আগে, ১৯৯৬ সালের অক্টোবরে আর্সেনালের কোচের দায়িত্ব গ্রহণ করেছিলেন আর্সেন ওয়েঙ্গার। ইংল্যান্ডের অন্যতম সেরা এই ক্লাবের কোচ হিসেবে ১৯ বছর পূর্তির উপলক্ষটাও দারুণভাবে উদযাপন করলেন এই ফরাসি কোচ। প্রিমিয়ার লিগের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়ে শিরোপার দাবি আরো জোরদার করেছে আর্সেনাল; উঠে এসেছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে।
আট ম্যাচ শেষে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ম্যানচেস্টার সিটি। আর্সেনাল ও ম্যানইউর পয়েন্ট সমান—১৫। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে আছে গানাররা। ১৫ পয়েন্ট নিয়ে চতুর্থ ও পঞ্চম স্থানে আছে ক্রিস্টাল প্যালেস ও লিস্টার সিটি।
প্রিমিয়ার লিগের অপর ম্যাচে এভারটনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে লিভারপুল। মৌসুমের শুরু থেকেই একের পর এক হোঁচট খাওয়ার পর কোচ ব্রেন্ডন রজার্সকে বরখাস্তই করে বসেছে লিভারপুল কর্তৃপক্ষ। আট ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দশম অবস্থানে আছে লিভারপুল। গতবারের শিরোপাজয়ী চেলসির অবস্থা আরো করুণ। আট ম্যাচে মাত্র আট পয়েন্ট নিয়ে ১৬তম অবস্থানে আছে চেলসি।
রোববার নিজেদের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডকে শুরুতেই নাজেহাল করে দিয়েছে আর্সেনাল। ৬ মিনিটের মাথায় গোল করেছেন আলেক্সিস সানচেজ। এক মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেছেন মেসুত ওজিল। ১৯ মিনিটে আরেকটি গোল করে আর্সেনালের জয় প্রায় নিশ্চিতই করে ফেলেন সানচেজ। শেষ পর্যন্ত এই তিন গোলের ব্যবধানেই গুরুত্বপূর্ণ এক জয় পেয়েছে গানাররা।