প্রোটিয়া নারী ক্রিকেটাররা আসছেন ৩ নভেম্বর

Looks like you've blocked notifications!
দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

এ মাসের মাঝামাঝি তাদের বাংলাদেশ সফরে আসার কথা ছিল। কিন্তু গত ৫ অক্টোবর ‘নিরাপত্তা ঝুঁকি’র কারণে সফর স্থগিত করে দিয়েছিল দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল। তবে বেশি দিনের জন্য নয়। আগামী ৩ নভেম্বর প্রোটিয়া নারী ক্রিকেটাররা বাংলাদেশে আসছেন। সালমা খাতুনের দলের সঙ্গে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অতিথিরা।

বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান এই সুখবর দিয়েছেন সংবাদ মাধ্যমকে। তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার দিনক্ষণ ঠিক হয়েছে। তারা ৩ নভেম্বর আসবে। তবে সূচি এখনো চূড়ান্ত হয়নি। আশা করি কয়েক দিনের মধ্যে সবকিছু চূড়ান্ত হয়ে যাবে।’

নভেম্বরের প্রথম সপ্তাহে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দলও। তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা।

জিম্বাবুয়ের অবশ্য আগামী জানুয়ারিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল। তবে অস্ট্রেলিয়া সফর স্থগিত করায় দুই দফায় বাংলাদেশে আসছে তারা। নভেম্বরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলে যাওয়ার পর জানুয়ারিতে টেস্ট সিরিজ খেলতে আবার বাংলাদেশে আসার কথা জিম্বাবুয়ের।