বার্সা তারকাদের এ কি কাণ্ড!
মাঠের লড়াইয়ে প্রতিপক্ষের খেলোয়াড়দের মনে বরাবরই ভীতি সঞ্চার করেন বার্সেলোনার খেলোয়াড়রা। মাঠের বাইরেও হয়তো আক্ষরিকভাবে তেমনটা করার ইচ্ছা হয়েছিল নেইমার-সুয়ারেজ-পিকেদের। তাই গেতাফের বিপক্ষে ম্যাচ শেষে অদ্ভুতুড়ে এক কাণ্ড করে বসেছেন বার্সার তারকা ফুটবলাররা।
হ্যালোউইন উপলক্ষে ভুতুড়ে মুখোশ পরে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন সুয়ারেজ-নেইমারসহ বার্সার কয়েকজন খেলোয়াড়। হাসি-ঠাট্টার জন্য করা হলেও তারকাদের এমন আচরণে বিব্রত হয়েছে বার্সেলোনা কর্তৃপক্ষ। এক বিবৃতিতে কাতালান ক্লাবটি ক্ষমা চেয়েছে প্রতিপক্ষ গেতাফের কাছে।
গত শনিবার ঘরের মাঠে বার্সেলোনার কাছে ২-০ গোলে হেরে যাওয়ার পর সংবাদ সম্মেলনে বেশ বিমর্ষ দেখাচ্ছিল গেতাফের মিডফিল্ডার ভিক্তর রদ্রিগেজকে। কিন্তু হঠাৎ করেই বার্সেলোনার তারকা ফুটবলারদের অদ্ভুত আচরণে হাসি ফুটে ওঠে তাঁর মুখে। ভয়ংকর সব মুখোশ পড়ে সংবাদ সম্মেলনে ভূতের মতো চেঁচিয়ে ওঠেন সুয়ারেজ-নেইমার-পিকেরা।
তবে বার্সেলোনা কর্তৃপক্ষ সংবাদ সম্মেলনে এমন আচরণ ভালোভাবে মেনে নেয়নি। গেতাফের কাছে ক্ষমা প্রার্থনা করে এক বিবৃতিতে তারা বলেছে, ‘গেতাফের কাউকে আঘাত করা বা বিরক্ত করা আমাদের উদ্দেশ্য ছিল না। ভিক্তর রদ্রিগেজের সংবাদ সম্মেলনে বিঘ্ন ঘটেছে। তবে তা ছিল দুর্ভাগ্যজনক ও অনিচ্ছাকৃত ঘটনা। সে জন্য আমরা তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করছি।’
গেটাফের মাঠে নেইমার ও সুয়ারেজের গোলে জয় পাওয়া বার্সেলোনার পয়েন্ট রিয়াল মাদ্রিদের সমান ২৪ পয়েন্ট। তবে গোলগড়ে এগিয়ে থাকায় লা লিগার শীর্ষে আছে রিয়াল।