সবাইকে ধন্যবাদ দিলেন বাবা সাকিব
খেলার মাঠে অর্জন একটি সুন্দর দিন বয়ে আনে তাঁর জীবনে। নতুন আরেকটি অর্জনে আগের দিনের কথা হয়তো ভুলে যান সাকিব আল হাসান। তবে ৮ নভেম্বরের কথা কোনো দিন ভুলতে পারবেন না বিশ্বসেরা অলরাউন্ডার। সারা জীবন মনে রাখবেন। এই দিনেই যে তাঁর ‘রাজকন্যা’ পৃথিবীর আলো দেখেছে। অভিনন্দনের জোয়ারে ভেসে যাওয়া সাকিব তাঁর ফেসবুক পেজে সবাইকে ধন্যবাদ জানাতে ভোলেননি।
যুক্তরাষ্ট্রের সময় রোববার হলেও বাংলাদেশ সময় সোমবার ভোর সাড়ে ৪টায় ভূমিষ্ঠ হয়েছে সাকিব-শিশিরের সন্তান। দিনটা তাই সাকিবের কাছে ‘সুন্দর রোববার’।
নবজাতকের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট-তারকা ফেসবুকে লিখেছেন, ‘সুন্দর এই রবিবারে, ৮ নভেম্বর ২০১৫-এ আমি ও শিশির পরম করুণাময়ের অশেষ রহমতে স্বর্গের একটি টুকরো পেয়েছি। শিশির ও আমাদের আদরের রাজকন্যা সুস্থ আছে। সবাইকে তাঁদের দোয়া, শুভেচ্ছা ও অভিনন্দনের জন্য ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমাদের মেয়ের জন্য, যাতে সে গড়ে উঠতে পারে তার পূর্ণ প্রতিভায়, মমতায় ও সবার ভালোবাসায়। আমিন।’
সুসংবাদটা যখন পেয়েছেন, তখন সাকিব ছিলেন দু্বাই বিমানবন্দরে। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলে রোববার রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেন তিনি। যদিও পুরো সিরিজ খেলেই যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল তাঁর। ২১ নভেম্বর জন্ম হওয়ার কথা ছিল সন্তানের। কিন্তু তার আগেই সন্তান ভূমিষ্ঠ হতে পারে জেনে সাকিব রওনা হয়ে যান যুক্তরাষ্ট্রের পথে।
২০১২ সালের ১২ ডিসেম্বর (১২-১২-২০১২) স্মরণীয় তারিখে সাকিব ও যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশির নতুন জীবন শুরু করেছিলেন। তৃতীয় বিবাহবার্ষিকী তাঁরা পালন করবেন মেয়েকে নিয়েই।