অলিম্পিক ও বিশ্বচ্যাম্পিয়নশিপ থেকে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রাশিয়া

Looks like you've blocked notifications!

মস্কো ল্যাব থেকে মাদক পরীক্ষার তথ্য-উপাত্ত সরিয়ে ফেলার অভিযোগে রাশিয়ার বিরুদ্ধে বড় বড় খেলার আসর থেকে নিষেধাজ্ঞা আসতে পারে বলে জানিয়েছে বিশ্ব ডোপবিরোধী সংস্থা (ডব্লিউএডিএ)। আজ মঙ্গলবার সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছেন।

এদিকে এ অসংগতির ব্যাপারে ব্যাখ্যা দিতে তিন সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছে রাশিয়াকে। না হলে পরবর্তী অলিম্পিক ও বিশ্বচ্যাম্পিয়নশিপের আসর থেকে বাদ যেতে পারে দেশটি। এ ছাড়া খেলার আসর আয়োজন করা থেকেও নিষেধাজ্ঞা আসতে পারে রাশিয়ার বিরুদ্ধে।

ডব্লিউএডিএর কর্মকর্তা জোনাথন টেইলর বলেছেন, ‘ডোপ টেস্টের তথ্য সরিয়ে ফেলার প্রমাণ আমাদের কাছে রয়েছে। রাশিয়ার কর্তৃপক্ষ এ ব্যাপারে কী ব্যাখ্যা দেয়, তা আমাদের জানতে হবে।’

টেইলর বলেছেন, নতুন নিয়ম অনুযায়ী, ডব্লিউএডিএ উপযুক্ত শাস্তি প্রদানের ক্ষমতা রাখে। তবে রাশিয়া যদি আপিল করে, তবে এ ব্যাপারে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস) সিদ্ধান্ত নেবেন।

টেইলর বলেন, ‘আমাদের অনেক সতর্ক হওয়া জরুরি। সংশ্লিষ্ট পদ্ধতি অবলম্বন করা হবে। এ ব্যাপারে আগে থেকেই আর কোনো কিছু বলতে চাই না।’

এদিকে, এ ঘটনা তদন্তে সহায়তার আশ্বাস দিয়েছেন রাশিয়ার ক্রীড়ামন্ত্রী পাভেল কোলোবকভ। তিনি বলেন, ‘এ ব্যাপারে আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে।’

এর আগে ২০১৫ সালে তদন্তে দুর্নীতি ও ডোপ টেস্টে অসংগতির কারণে রাশিয়ার ডোপবিরোধী সংস্থাকে নিষেধাজ্ঞা দিয়েছিল ডব্লিউএডিএ।