মৌসুমের শুরুতেই বোল্টের হোঁচট

Looks like you've blocked notifications!
স্বদেশ জ্যামাইকার একটি রিলে রেসে হেরে হতাশ উসাইন বোল্ট। ছবি : রয়টার্স

অ্যাথলেটিকস-মৌসুমের শুরুটা একদমই ভালো হলো না বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্টের। জ্যামাইকার গিবসন ম্যাককুক রিলে রেসে হেরে গেছে তাঁর দল।  

৪X১০০ মিটার রিলেতে দ্বিতীয় হওয়া বোল্টের দল রেসার্স লায়ন্সের টাইমিং ছিল ৩৯.২৭ সেকেন্ড। ৩৮.২৩ সেকেন্ডে দৌড় শেষ করে প্রথম হয়েছে ইউনিভার্সিটি অব টেকনোলজি দল। 

হার দিয়ে মৌসুম শুরু করায় স্বাভাবিকভাবেই হতাশ বোল্ট। তবে এই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টের রেকর্ডের মালিক, ‘আমি বলব না যে রেসটা খারাপ হয়েছিল। হেরে গেলে তো হতাশ লাগেই। তবে আমি সব সময় বলি, কীভাবে জিততে হয় তা শেখার আগে কীভাবে হারতে হয় তা শেখা অনেক বেশি জরুরি। আমি এই হার থেকে অভিজ্ঞতা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।’

সমস্যাটা কোথায় সেটাও বুঝতে পারছেন অলিম্পিকে ছয়টি স্বর্ণ-বিজয়ী, ‘আমার কোচ গ্লেন মিলসের উপদেশ, দৌড়ানোর সময় আমার পা আরো বেশি করে তুলতে হবে। আমার মনে হয় তিনি ঠিকই বলছেন। কারণ সর্বোচ্চ গতিতে দৌড়ানোর জন্য আমার আরো বেশি শক্তি প্রয়োগ প্রয়োজন। পায়ের শক্তি বাড়ানোর জন্য আমাকে আরো অনেক পরিশ্রম করতে হবে।’