তিন দিনেই হারল ওয়েস্ট ইন্ডিজ
তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে গিয়ে শুরুতেই নাকাল হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। জশ হ্যাজেলউড ও জেমস প্যাটিনসনের দুর্দান্ত বোলিংয়ে গত দেড় দিনে দুইবার অলআউট হয়েছে সফরকারীরা। তিন দিনের মধ্যেই হেরে গেছে ইনিংস ও ২১২ রানের বিশাল ব্যবধানে।
শন মার্শ ও অ্যাডাম ভোগসের ৪৪৯ রানের রেকর্ডগড়া জুটির সুবাদে ৫৮৩ রান সংগ্রহ করে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে যায় ২২৩ রানে। ১০৮ রানের লড়াকু ইনিংস খেলে একাই প্রতিরোধ গড়েছিলেন ড্যারেন ব্রাভো। ৩৬০ রানে পিছিয়ে থাকার পর ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। এবার সফরকারীরা পড়ে আরো ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের মুখে। মাত্র ৩৭ ওভার ব্যাটিং করেই গুটিয়ে যায় ১৪৮ রানে। এর মধ্যে একাই ৯৪ রান করেছেন ওপেনার ক্রেইগ ব্রেথওয়েট। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসটি ছিল অধিনায়ক জ্যাসন হোল্ডারের ১৭ রানের।
২৮৫ বলে ২৬৯ রানের দুর্দান্ত ইনিংস খেলার সুবাদে ম্যাচসেরার পুরস্কার উঠেছে অ্যাডাম ভোগসের হাতে। তবে অস্ট্রেলিয়ার এই বিশাল জয়ের পেছনে বড় অবদান রেখেছেন দুই পেসার হ্যাজেলউড ও প্যাটিনসন। দুই ইনিংস মিলিয়ে সাতটি উইকেট নিয়েছেন হ্যাজেলউড। প্যাটিনসন দ্বিতীয় ইনিংসে নিয়েছেন পাঁচটি উইকেট।
২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।