মারধরের অভিযোগ সত্যি নয় : বিজয়

Looks like you've blocked notifications!
জাতীয় দলের ওপেনার এনামুল হক বিজয়। ছবি : ফেসবুক থেকে

জাতীয় দলের ক্রিকেটার এনামুল হক বিজয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। কুষ্টিয়ায় বাড়িওয়ালার ছেলেকে নাকি ব্যাট দিয়ে আঘাত করেছেন তিনি। কুষ্টিয়া মডেল থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। তবে এই অভিযোগকে অসত্য বলে দাবি করেছেন জাতীয় দলের ওপেনার। 

সোমবার এনটিভি অনলাইনকে বিজয় বলেন, ‘সে পাড়ার বখাটে ছেলে। কয়েকদিন আগে আমার বাবা ও পরিবারের লোকজনকে সে অপমান করেছিল। সে সময় তার সঙ্গে কয়েকজন ছিল। আমি বিষয়টার মীমাংসা করতেই কুষ্টিয়া গিয়েছিলাম। অথচ এখন তারা উল্টো আমার বিরুদ্ধে দুর্নাম ছড়াচ্ছে। তাদের অভিযোগ সত্যি নয়।’

কুষ্টিয়ায় আড়ুয়াপাড়ার গৌরীশঙ্কর সড়কের হাজি আবদুল হালিমের চারতলা বাড়ির দ্বিতীয় তলায় থাকে বিজয়ের পরিবার। রোববার রাতে আবদুল হালিমের ছেলে মোতালেব হোসেনকে বিজয় ও তাঁর বন্ধুরা মিলে ব্যাট দিয়ে পিটিয়েছেন বলে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

মোতালেবকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখন হাসপাতালের ১০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

থানায় অভিযোগ করেছেন বিজয়ের বাবা জামিল মিয়াও। তিনি বলেন, ‘আমি থানায় গিয়ে ওসির সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছি। এটি একটি ছোট ঘটনা। তবে মোতালেব বিভিন্ন সময় আমাকে ও আমার পরিবারের লোকজনকে অপমান করেছে। এ নিয়ে আমরা অভিযোগও করেছি।’  

কুষ্টিয়া মডেল থানার ওসি বিপ্লব কুমার নাথ বলেন, ‘ক্রিকেটার বিজয়ের বিরুদ্ধে একটি অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে।’