বিজয় দিবস বাস্কেটবলে নটরডেম কলেজ চ্যাম্পিয়ন

রোটারি ক্লাব বিজয় দিবস বাস্কেটবল টুর্নামেন্টে অতিথিদের হাত থেকে পুরস্কার নিচ্ছে চ্যাম্পিয়ন নটরডেম কলেজ দল। ছবি : সংগৃহীত
রোটারি ক্লাব বিজয় দিবস বাস্কেটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে নটরডেম কলেজ। ফাইনালে তারা সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে তাদেরই মাঠে ৪৯-৪৬ পয়েন্ট হারিয়ে শিরোপা জিতেছে।
রোটারি ক্লাব অব লাইটহাউস এই টুর্নামেন্টের আয়োজক হলেও সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও ইউথ বাস্কেটবল অব আমেরিকা আসরে সহযোগী হিসেবে ছিল।
অবশ্য সেন্ট জোসেফ স্কুল শিরোপা জিততে না পারলেও সে দলের রাইম আসরের সেরা খেলোয়াড় হয়েছেন। টুর্নামেন্টে ১৬টি দল অংশ নেয়।
ফাইনালে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রোটারি ক্লাব ঢাকার চাটার্ড প্রেসিডেন্ট সাইফুল ইসলাম শামীম। সেন্ট জোসেফ স্কুলের অধ্যক্ষ ব্রাদার রবি পিউরিফিকেশন ও ইউথ বাস্কেটবলের প্রতিনিধি শহীদুল ইসলাম এই সময় উপস্থিত ছিলেন।