নেইমার এখন অনেক পরিণত : মেসি
২০১১ সালে বার্সেলোনা যখন শেষবারের মতো ক্লাব ফুটবল বিশ্বকাপে অংশ নিয়েছিল তখন লিওনেল মেসি আর নেইমার ছিলেন একে অপরের প্রবল প্রতিদ্বন্দ্বী। জাপানে ক্লাব বিশ্বকাপের ফাইনালে মেসির বার্সেলোনা খেলেছিল নেইমারের সান্তোসের বিপক্ষে। এবার ক্লাব বিশ্বকাপ খেলতে সেই জাপানেই একসঙ্গে এসেছেন মেসি-নেইমার। দুজনই এখন বার্সেলোনা আক্রমণের প্রধান সেনানী। আর বিগত চার বছরে নেইমার অনেক পরিণত হয়ে উঠেছেন বলে মন্তব্য করেছেন আর্জেন্টাইন তারকা মেসি।
২০১৩ সালে বার্সেলোনায় যোগ দেওয়ার পর অনেকেই নেইমারের সামর্থ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। ইউরোপিয়ান ফুটবলের সঙ্গে মানিয়ে নিতে পারবেন কি না, এমন সংশয়ও প্রকাশ করেছিলেন অনেকে। কিন্তু সব সন্দেহ-সংশয় দারুণভাবে উড়িয়ে দিয়েছেন নেইমার। ২০১৩-১৪ মৌসুমে খুব বেশি জ্বলে উঠতে না পারলেও ২০১৪-১৫ মৌসুমে ভালোভাবেই প্রমাণ করেছিলেন নিজের সামর্থ্য। বড় অবদান রেখেছিলেন বার্সেলোনার ট্রেবল জয়ের পেছনে। আর এবারের মৌসুমে এখন পর্যন্ত লা লিগার সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে আছে নেইমারের নাম। ব্রাজিলিয়ান এই তারকার ভূয়সী প্রশংসা করে মেসি বলেছেন, ‘নেইমার অনেক উন্নতি করেছে। ফুটবলার ও ব্যক্তিমানুষ হিসেবে।’ ২০১১ সালের ক্লাব বিশ্বকাপ ফাইনালের কথা স্মরণ করে মেসি বলেছেন, ‘সেই সময় সে সত্যিই ভালো খেলত। আর এখন সে আরো ভালো খেলছে। এখন সে আরো অনেক পরিণত। তাকে সঙ্গে পাওয়াটা আমাদের জন্য সত্যিই অনেক আনন্দের ব্যাপার।’
পায়ের ইনজুরির কারণে হয়তো চীনের গুয়াংজু এভারগ্রান্ডের বিপক্ষে বৃহস্পতিবারের সেমিফাইনাল খেলতে পারবেন না নেইমার। তবে বার্সেলোনা ফাইনালে উঠলে নেইমারকে দেখা যেতে পারে ক্লাব বিশ্বকাপের ফাইনালে।