বিজয় দিবস ক্রিকেটে শহীদদের স্মরণ
মুক্তিযুদ্ধ-পূর্ব বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান আবদুল হালিম চৌধুরী জুয়েল। ব্যাট ফেলে মুক্তিযুদ্ধে গিয়ে বন্দি অবস্থায় শহীদ হয়েছিলেন তিনি। আর ক্রীড়া সংগঠক মুশতাক আহমেদ ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে শহীদ হয়েছিলেন। এ দুই বীরের স্মরণে প্রতিবছরের মতো এবারো ১৬ ডিসেম্বর আয়োজন করা হয়েছিল একটি প্রীতি ক্রিকেট ম্যাচের। যেখানে থাকে না কোনো প্রতিদ্বন্দ্বিতা। ক্রিকেটার ও সংগঠকদের মিলনমেলায় পরিণত হয় ম্যাচটি ঘিরে।
বুধবার রাতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এই টি-টোয়েন্টি ম্যাচে শহীদ জুয়েল একাদশ সাত উইকেটে হারিয়েছে মুশতাক একাদশকে। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৩১ রান করে মুশতাক একাদশ। দলটির পক্ষে ব্যক্তিগত সবচেয়ে বেশি রান করেন এহসানুল হক সিজান (৩১ রান)।
শহীদ জুয়েল একাদশ ১৮.৫ ওভারে তিন উইকেট হারিয়ে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ৪৭ বলে ৬৬ রানের অসাধারণ একটি ইনিংস খেলে এ জয়ে মূল অবদান রেখেছেন।
অবশ্য নান্নু নিজেও শহীদ পরিবারের সন্তান। তাঁর বাবা শামসুল আবেদীন মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন।
ম্যাচ শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেছেন শহীদ জুয়েলের বোন সুরাইয়া খান।