বছরের শেষ ম্যাচেও দুর্দান্ত বার্সেলোনার ‘এমএসএন’
বছরজুড়েই দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছিলেন বার্সেলোনার আক্রমণভাগের তিন তারকা লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমার। তাঁদের অসাধারণ পারফরম্যান্সে ভর করেই এ বছর পাঁচটি শিরোপা জিতেছে কাতালানরা। লা লিগায় বছরের শেষ ম্যাচেও জ্বলে উঠেছেন বার্সেলোনার আক্রমণত্রয়ী, ইউরোপিয়ান ফুটবলে যাঁদের ডাকা হয় ‘এমএসএন’ নামে। রিয়াল বেটিসের বিপক্ষে ৪-০ গোলের সহজ জয় দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থানটাও নিজেদের দখলে রেখেছে বার্সা।
বার্সেলোনার জার্সি গায়ে ৫০০তম ম্যাচ খেলতে নেমেছিলেন মেসি। একটি গোল করে মাইলফলকের এই ম্যাচ স্মরণীয় করে রেখেছেন আর্জেন্টাইন তারকা। জোড়া গোল করেছেন সুয়ারেজ। নেইমার নিজে গোল করতে না পারলেও নেপথ্য ভূমিকা রেখেছেন বার্সার দুটি গোলের পেছনে। ম্যাচের অপর গোলটি হয়েছে হেইকো ওয়েস্টারম্যানের সৌজন্যে। ২৯ মিনিটের মাথায় নিজেদের জালেই বল জড়িয়ে দিয়েছিলেন বেটিসের এই ডিফেন্ডার।
৩৩ মিনিটে নেইমারের পাস থেকে ম্যাচের দ্বিতীয় গোলটি করেছেন মেসি। ২-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরুর পর দাপট দেখিয়েছেন সুয়ারেজ। ৪৬ ও ৮৩ মিনিটে দুটি গোল করে দলের বড় জয় নিশ্চিত করেছেন উরুগুয়ের এই স্ট্রাইকার। ৮৩ মিনিটে ম্যাচের শেষ গোলটি করেছেন নেইমারের পাস থেকে।
বার্সেলোনার মতো শিরোপার অপর দুই প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদও বছর শেষ করেছে জয় দিয়ে। ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে রিয়াল সোসিয়েদাদকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল। আতলেতিকো মাদ্রিদ ২-০ গোলের জয় পেয়েছে রায়ো ভায়োকানোর বিপক্ষে।
১৬ ম্যাচ শেষে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সা। দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকোর সংগ্রহও ৩৮ পয়েন্ট। তবে তারা বার্সার চেয়ে একটি ম্যাচ বেশি খেলেছে। ১৭ ম্যাচ খেলে রিয়ালের সংগ্রহ ৩৬ পয়েন্ট।