কোয়ার্টার ফাইনালে এক পা বার্সেলোনার
কোপা দেল রের কোয়ার্টার ফাইনালের পথে অনেকখানিই এগিয়ে গেছে গতবারের শিরোপাজয়ী বার্সেলোনা। শেষ ষোলোর লড়াইয়ে এসপানিওলের বিপক্ষে বার্সা পেয়েছে ৪-১ গোলের সহজ জয়। জোড়া গোল করেছেন লিওনেল মেসি। নেইমার ও জেরার্ড পিকে করেছেন একটি করে গোল।
নিজেদের মাঠে অবশ্য শুরুতে পিছিয়ে পড়েছিল বার্সেলোনা। ৯ মিনিটের মাথায় বার্সার জালে বল জড়িয়ে দিয়েছিলেন ফেলিপে সেইসেডো। তবে খেলায় সমতা ফেরাতে অবশ্য খুব বেশি সময় নেয়নি কাতালানরা। ১৩ মিনিটের মাথায় ইনিয়েস্তার পাস থেকে বল পেয়ে গোল করেন মেসি। ৪৪ মিনিটে দারুণ এক ফ্রিকিক থেকে দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টাইন এই তারকা।
দ্বিতীয়ার্ধের শুরুতে ৪৯ মিনিটে বার্সার পক্ষে তৃতীয় গোলটি করেন পিকে। এই গোলেরও নেপথ্যের কারিগর ছিলেন মেসি। ৮৮ মিনিটে বার্সার পক্ষে চতুর্থ গোলটি নেইমারও করেছেন মেসির পাস থেকে বল পেয়ে। ৪-১ গোলের সহজ জয় পেলেও ব্যবধান আরো বাড়াতে না পারার আফসোস থাকতেই পারে বার্সেলোনার। আরো কয়েকটি সহজ গোলের সুযোগ কাজে লাগাতে পারেননি মেসি-সুয়ারেজরা।
পুরো ম্যাচেই এসপানিওলের খেলোয়াড়রা ছিলেন আগ্রাসী ভঙ্গিতে। মেসি-নেইমারদের মতো তারকাদের রুখে দেওয়ার জন্য কৌশলের সঙ্গে সঙ্গে শারীরিক বলপ্রয়োগও করেছে এসপানিওল। আর এ জন্য তাদের দুজন খেলোয়াড়কে দেখতে হয়েছে লাল কার্ড। ৭৫ মিনিট থেকেই এসপানিওল পরিণত হয়েছিল নয়জনের দলে। এসপানিওলকে বেশির ভাগ সময়ই ব্যস্ত থাকতে হয়েছে নিজেদের রক্ষণভাগ সামলানোর জন্য। বার্সেলোনার গোলপোস্ট লক্ষ্য করে এসপানিওল নিতে পেরেছে মাত্র দুটি শট। এর মধ্যে অবশ্য গোলও পেয়েছে একটি শট থেকে।
১৩ জানুয়ারি এসপানিওলের মাঠে বার্সা খেলবে ফিরতি লেগের ম্যাচ।