কোপা দেল রের শেষ আটে বার্সেলোনা
প্রথম লেগে ৪-১ গোলের সহজ জয় দিয়ে কোপা দেল রের শেষ আটের পথে অনেকখানি এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। দ্বিতীয় লেগেও এসপানিওলকে হারাতে খুব বেশি কষ্ট করতে হয়নি কাতালানদের। মুনির আল হাদ্দাদির জোড়া গোলের সুবাদে ২-০ গোলের জয় দিয়ে কোপা দেল রের শেষ আটে পা রেখেছে গতবারের শিরোপাজয়ীরা।
প্রথম লেগে ৪-১ গোলের জয় পাওয়ায় দ্বিতীয় লেগের ম্যাচে দলের বেশ কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছিলেন বার্সা কোচ লুইস এনরিকে। মাঠে নামেননি নেইমার, আন্দ্রেস ইনিয়েস্তা, সার্জিও বুসকেটস ও জেরার্ড পিকে। নিষেধাজ্ঞার কারণে দর্শক হয়ে থাকতে হয়েছে লুইস সুয়ারেজকেও। তবে নেইমার-সুয়ারেজের অনুপস্থিতি টের পেতে দেনটি বার্সার তরুণ ফরোয়ার্ড হাদ্দাদি। ৩২ ও ৮৮ মিনিটে ম্যাচের দুটি গোলই করেছেন ২০ বছর বয়সী এই স্প্যানিশ ফরোয়ার্ড। পঞ্চমবারের মতো ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জয়ের পর মেসিও ছিলেন দারুণ ফর্মে। ৩২ মিনিটে হাদ্দাদি প্রথম গোলটি করেছিলেন মেসির পাস থেকে বল পেয়ে।
বার্সেলোনার পাশাপাশি কোপা দেল রের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে সেভিয়া, সেল্তা ভিগো ও অ্যাথলেটিক বিলবাও। শেষ আট নিশ্চিত করার জন্য আতলেতিকো মাদ্রিদকে খেলতে হবে রায়ো ভায়েকানোর বিপক্ষে। প্রথম লেগের ম্যাচে ১-১ গোলে ড্র করে মাঠ ছেড়েছিল আতলেতিকো ও রায়ো।
শিরোপার আরেক প্রধান দাবিদার রিয়াল মাদ্রিদ ছিটকে পড়েছে শেষ ৩২ পর্ব থেকে। নিষেধাজ্ঞা পাওয়া এক খেলোয়াড়কে মাঠে নামানোর জন্য কোপা দেল রে থেকে নিষিদ্ধ করা হয়েছে রিয়ালকে।