দারিদ্র্য বিমোচনে মেসি-শাকিরা জুটি
এ সময়ের সেরা ফুটবলার লিওনেল মেসিকে দলে ভেড়ানোর জন্য মুখিয়ে থাকে ইউরোপের শীর্ষ ক্লাবগুলো। আপাতত অবশ্য ছোটবেলার ক্লাব বার্সেলোনা ছেড়ে যাওয়ার কোনো পরিকল্পনা নেই আর্জেন্টাইন তারকার। তবে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে জাতিসংঘের গড়া একটি দলে অবশ্য নাম লিখিয়েছেন পাঁচবারের ফিফা বর্ষসেরা ফুটবলার। এখানে তিনি জুটি বাঁধবেন কলম্বিয়ান পপতারকা শাকিরার সঙ্গে।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, শিক্ষা ও চিকিৎসাসেবার বিশ্বজনীন অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি ২০৩০ সালের মধ্যে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জাতিসংঘ। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য জাতিসংঘের পক্ষে কাজ করবেন মেসি ও শাকিরা। এ সময়ের জনপ্রিয় এই দুই তারকা ছাড়াও আরো ১৫ জন নাম লিখিয়েছেন জাতিসংঘের এই উদ্যোগের সঙ্গে।
২০১০ সাল থেকে ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবেও কাজ করছেন মেসি। শিশুমৃত্যুর হার কমানো, অপুষ্টি দূরীকরণের জন্য প্রায়শই বিভিন্ন প্রচারণায় অংশ নিতে দেখা যায় আর্জেন্টাইন এই তারকাকে।