অমিতাভের বিনয়ে টেন্ডুলকারের জবাব
নিজেকে বা নিজের দেশ ভারতকেই শুধু নয়, ক্রিকেট খেলাটাকেই এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন শচীন টেন্ডুলকার। ব্যাট হাতে এমন কিছু রেকর্ড গড়েছেন, যেগুলো ভাঙার কথা চিন্তা করলেও হয়তো অস্বস্তি বোধ করবেন বর্তমান ক্রিকেটাররা। ২৪ বছরের দীর্ঘ ক্যারিয়ারে অজস্র রেকর্ড গড়ার পাশাপাশি ক্রিকেট ইতিহাসের অন্যতম বিনয়ী খেলোয়াড় হিসেবেও সুনাম কুড়িয়েছেন ‘লিটল মাস্টার’। অবসর গ্রহণের পরও টেন্ডুলকারের কোনো বদল ঘটেনি। সম্প্রতি ভারতের আরেক কিংবদন্তি ব্যক্তিত্ব অমিতাভ বচ্চনের সঙ্গে টেন্ডুলকারের বিনয়ী বাক্যালাপ নজর কেড়েছে গণমাধ্যমগুলোর।
আহমেদাবাদের একটি রাস্তার পাশের দেয়ালে পাশাপাশি আঁকা হয়েছে ভারতের তিন কিংবদন্তি অমিতাভ, টেন্ডুলকার ও লতা মুঙ্গেশকরের ছবি। সেটা দেখে অমিতাভ সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে লিখেছেন, ‘দুই কিংবদন্তির মাঝখানে এভাবে জায়গা করে নেওয়ার যোগ্যতা মানুষটির নেই।’ টেন্ডুলকার ও লতা মুঙ্গেশকরের মাঝখানে ছিলেন অমিতাভ। অমিতাভের এই বিনয়ের জবাবে টেন্ডুলকার লিখেছেন, “ছবিতে শুধু একজনই আছে, যাকে এখন ‘সাবেক’ বলে ডাকা হয়। অমিতাভ ও মুঙ্গেশকর সব সময়ই অনুপ্রেরণাদায়ী ও সময়ের ঊর্ধ্বে থাকেন।”
সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান টেন্ডুলকার টেস্ট ও ওয়ানডে—দুই ফরম্যাটেই করেছেন ১৫ হাজারের বেশি রান। এখন পর্যন্ত একমাত্র ক্রিকেটার হিসেবে একশটি আন্তর্জাতিক শতক পূর্ণ করার অনন্য কৃতিত্বও আছে টেন্ডুলকারের ঝুলিতে। অন্যদিকে নিজ নিজ ক্ষেত্রে অমিতাভ ও মুঙ্গেশকরও পেয়েছেন জীবন্ত কিংবদন্তির সম্মান। মজার ব্যাপার হলো, এই তিনজনের মধ্যে অমিতাভই একমাত্র ব্যক্তি, যিনি এখনো ভারতরত্ন পুরস্কার পাননি।