দ্বিতীয় দিনে ব্যাটে ভালো হলো না সাকিবের
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তাঁর দুর্দান্ত অভিষেক হয়েছিল। শুক্রবার প্রথম ম্যাচে ব্যাট এবং বল হাতে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে করাচি কিংসকে দারুণ একটি জয় এনে দিয়েছেন সাকিব আল হাসান। বিশেষ করে ৫১ রানের অসাধারণ একটি ইনিংস খেলে লাহোর ক্যালান্ডার্সকে হারাতে অগ্রণী ভূমিকা ছিল তাঁরই। কিন্তু দ্বিতীয় দিনে ব্যাট হাতে সাফল্য পাননি তিনি।
শনিবার কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে ম্যাচে সাকিব চার নম্বরে ব্যাট করতে নেমে ১৩ বলে ১৭ রান করে সাজঘরে ফিরে যান। তাঁর ইনিংসটিতে একটি চারের মার ছিল।
অবশ্য পাকিস্তানি পেসার মোহাম্মদ নবির শিকার হয়ে ফিরে যাওয়ার আগে সাকিব বেশ ভালোই খেলছিলেন। তখন মনে হয়েছিল, আগেরদিনের মতো এদিনও বুঝি তিনি ভালো একটা ইনিংস খেলবেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। এখন বল হাতে কেমন করেন সেটাই দেখার।
করাচি কিংসে রয়েছেন বাংলাদেশের আরেক ক্রিকেটার মুশফিকুর রহিমও। প্রথম ম্যাচের মতো এদিন দ্বিতীয় ম্যাচেও একাদশে সুযোগ পাননি বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক।
শুক্রবার প্রথম ম্যাচে সাকিব চার ওভার বল করে ২৬ রান দিয়ে এক উইকেট নিয়েছিলেন। পরে ব্যাট হাতে ৩৫ বলে ৫১ রানের অসাধারণ ইনিংসটি খেলেন। তিনটি করে চার ও ছক্কায় এই ইনিংসটি সাজিয়েছিলেন তিনি।