স্টিভ ওয়াহকে স্বার্থপর বললেন ওয়ার্ন
অস্ট্রেলিয়ার সর্বজয়ী দলের অন্যতম দুই সদস্য ছিলেন স্টিভ ওয়াহ ও শেন ওয়ার্ন। কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে দলকে অনেক সাফল্যই এনে দিয়েছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি এ দুই ক্রিকেটার। ১৯৯৯ সালে জিতেছিলেন বিশ্বকাপ শিরোপা। কিন্তু দুজনের সম্পর্কটা খুব বেশি মধুর ছিল না। সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ককে তো ‘সবচেয়ে স্বার্থপর ক্রিকেটার’ বলেও অভিহিত করেছেন ওয়ার্ন।
সম্প্রতি একটি টিভি শো-তে স্টিভ ওয়াহর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন ওয়ার্ন। বলেছেন, ‘অনেক কারণেই আমি স্টিভ ওয়াহকে পছন্দ করি না।...কারণ আমি যাদের সঙ্গে খেলেছি, তার মধ্যে সে সবচেয়ে স্বার্থপর ক্রিকেটার।’ অনেক কারণের মধ্য থেকে উদাহরণ হিসেবে ১৯৯৯ সালের একটি ঘটনার বর্ণনাও দিয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি এই লেগস্পিনার।
১৭ বছর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যক্তিগত রেষারেষি থেকে নাকি ওয়ার্নকে দল থেকে বাদ দিয়েছিলেন ওয়াহ। সে সময়ের স্মৃতি স্মরণ করে ওয়ার্ন বলেছেন, “সে সময় আমি সত্যিই তার ওপর খুব বিরক্ত হয়েছিলাম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের একটি ম্যাচে সে আমাকে দল থেকে বাদ দিয়েছিল। তখন অধিনায়ক (ওয়াহ), সহ-অধিনায়ক (ওয়ার্ন) ও কোচ (জিওফ মার্শ) মিলে দল নির্বাচন করা হতো। দল নির্বাচনের সময় আমি বললাম, ‘কে কী ভাবছে?’ স্টিভ ওয়াহ তখন বলেছিল, ‘তুমি খেলছ না।’ আমি অবাক হয়ে বলেছিলাম, ‘কী? দাঁড়াও! দল কেমন হবে বলে মনে করছ?’ ওয়াহ বলেছিল, ‘আমি এই দলের অধিনায়ক। আর তুমি খেলছ না।’ আমি সত্যিই খুব হতাশ হয়েছিলাম। আমাদের জিততেই হতো—এমন একটা টেস্ট ম্যাচে আমি নিজের সেরাটাও দিতে পারতাম।”
১৯৯৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরের সেই টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে থাকার পর শেষ টেস্টটা ওয়ার্নকে বাদ দিয়েই অস্ট্রেলিয়া জিতেছিল ১৭৬ রানে। ওয়ার্নের বদলে খেলেছিলেন কলিন মিলার।