বিশ্বকাপের দল থেকে পোলার্ড-নারাইনের নাম প্রত্যাহার
ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ছিলেন কিয়েরন পোলার্ড ও সুনীল নারাইন। কিন্তু বিশ্বকাপ শুরুর মাসখানেক আগেই দল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন এই দুই তারকা ক্রিকেটার। ক্যারিবীয় ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর প্রকাশ করে।
আগামী ৮ মার্চ থেকে ৩ এপ্রিল ভারতে বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর। এই আসরকে সামনে রেখে গত ৩০ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়। এই দলে রাখা হয়েছিল হাঁটুতে চোটে আক্রান্ত পোলার্ড ও নিষেধাজ্ঞায় থাকা নারাইনকে।
ক্যারিবীয় ক্রিকেট বোর্ড সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এই দুজনেরই পুনর্বাসন প্রক্রিয়া চলছে এখন। তবে তাঁদের এই প্রক্রিয়ার খুব একটা অগ্রগতি হয়নি। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে তাঁদের নাম প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
পোলার্ড চোট থেকে ফেরার জন্য এবং নারাইন বোলিং অ্যাকশন শোধরাতে পুনর্বাসনে রয়েছেন।
গত নভেম্বরে শ্রীলঙ্কায় এক ওয়ানডে সিরিজে নারাইনের বোলিং অ্যাকশনের বিরুদ্ধে রিপোর্ট করেছিলেন আম্পায়াররা। তাঁর ‘অপরাধ’, বল করার সময় কনুই নির্ধারিত ১৫ ডিগ্রির চেয়ে বেশি বেঁকে যায়। এখনো অ্যাকশন সংশোধন করতে না পারলেও নারাইনকে নিয়ে একটা জুয়াই খেলেছিল ওয়েস্ট ইন্ডিজ।
তাদের ধারণা ছিল, বিশ্বকাপের আগেই অ্যাকশন শুধরে আবার বোলিংয়ের অনুমতি পাবেন নারাইন। কিন্তু তাদের সেই আশা এখন গুড়েবালি হেয়ে গেল।
আর পোলার্ড গত নভেম্বরে দক্ষিণ আফ্রিকার একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে গিয়ে হাঁটুতে চোট পেয়েছিলেন। চোট থেকে সেরে উঠতে না পারায় বিশ্বকাপের দল থেকে ছিটকে পড়লেন তিনিও।