ক্রিকেটের ‘নতুন ডন’ অ্যাডাম ভোজেস!
টেস্ট ক্রিকেটে এমন এক রেকর্ড আছে, যা ভেঙে ফেলার স্বপ্ন দেখতেও দুঃসাহস লাগে। স্যার ডন ব্র্যাডম্যানের ব্যাটিং গড় তেমনই এক রেকর্ড। অনেকের মতেই সর্বকালের সেরা ব্যাটসম্যানের গড় চোখ কপালে তুলে দেওয়ার মতো—৯৯.৯৪! ব্র্যাডম্যানের মৃত্যুর দেড় দশক পরেও যে রেকর্ড স্বমহিমায় উজ্জ্বল। তবে অ্যাডাম ভোজেসের কীর্তিও কম নয়। অনেক দেরিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত অস্ট্রেলিয়ার এই ব্যাটসম্যানের টেস্ট গড় আপাতত ১০০.৩৩। সতীর্থ উসমান খাজা তো ভোজেসকে ‘নতুন ডন’ নামে ডাকাও শুরু করে দিয়েছেন!
ওয়েলিংটনের বেসিন রিজার্ভে চলমান অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড টেস্টে সবচেয়ে বেশি আলোচনায় থাকার কথা ছিল ব্রেন্ডন ম্যাককালামের। বিদায়ী সিরিজ খেলতে নামা নিউজিল্যান্ড অধিনায়কের যে এটাই শততম টেস্ট! তবে জীবনের ১০০ নম্বর টেস্টের প্রথম ইনিংসে কিছুই করতে পারেননি ম্যাককালাম। শুক্রবার প্রথম টেস্টের প্রথম দিনে তিনি আউট হয়েছেন শূন্য রানে। তাঁর দলও অলআউট হয়ে গেছে ১৮৩ রানে।
কিউইদের ঠিক বিপরীত অবস্থা অস্ট্রেলিয়ার। ভোজেস আর উসমান খাজার দুটো চমৎকার শতকের সুবাদে শনিবার দ্বিতীয় দিন শেষে অতিথিদের সংগ্রহ ছয় উইকেটে ৪৬৩ রান। খাজা ১৪০ রান করে আউট হয়ে গেলেও ভোজেস অপরাজিত আছেন ১৭৬ রানে। চতুর্থ উইকেটে ১৬৮ রানের জুটি গড়েছেন দুজনে।
গত জুনে ৩৫ বছর বয়সে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল ভোজেসের। ক্রিকেটের দীর্ঘতম সংস্করণে শুরু থেকেই তাঁর ব্যাটে রানের বন্যা। ডোমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জীবনের প্রথম টেস্টে একবারই ব্যাট করার সুযোগ পেয়েছিলেন। আর শুরুতেই অপরাজিত ১৩০ রানের দুর্দান্ত ইনিংস!
এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি ভোজেসকে। ওয়েলিংটনে ক্যারিয়ারের চতুর্দশ টেস্ট খেলতে নেমে পঞ্চম শতকের দেখা পেয়েছেন তিনি। এর মধ্যে আছে অপরাজিত ২৬৯ রানের একটি অসাধারণ ইনিংসও। বড় ইনিংস খেলার পাশাপাশি অপরাজিত থাকার ‘অভ্যাস’ ভোজেসের ব্যাটিং গড়কে করে তুলেছে আকাশছোঁয়া।
উসমান খাজা তো তাঁর প্রশংসায় উচ্ছ্বসিত। ব্র্যাডম্যানের যোগ্য উত্তরসূরি হিসেবে ভোজেসকে ‘নতুন ডন’ নামে ডাকা উচিত কিনা এমন প্রশ্নে খাজার সপ্রতিভ জবাব, “আমি তো এরই মধ্যে ডাকতে শুরু করে দিয়েছি। এই মুহূর্তে তার ব্যাটিং গড় ডনের চেয়েও বেশি। তাই আমি তাকে ‘স্যার ভোজেস’ নামেই ডাকছি।”
ক্যারিয়ার শেষে হয়তো ব্যাটিং গড়ে ব্র্যাডম্যানের ওপরে থাকতে পারবেন না। তবে এরই মধ্যে আরেক কিংবদন্তি শচীন টেন্ডুলকারের একটা রেকর্ড ভেঙে দিয়েছেন ভোজেস। এতদিন টেস্ট ক্রিকেটে দুই আউটের মাঝে সবচেয়ে বেশি ৪৯৭ রান করার কৃতিত্ব ছিল টেন্ডুলকারের। ভারতের ক্রিকেট-ঈশ্বরের প্রায় এক যুগ টিকে থাকা রেকর্ড ভেঙে দেওয়া ভোজেসের রান এখন ৫৫১। তাঁর সর্বশেষ তিনটি টেস্ট ইনিংস ২৬৯*, ১০৬* ও ১৭৬*। রোববার ‘নতুন ডন’-এর সামনে আরো এগিয়ে যাওয়ার সুযোগ।