পিএসএলে পরাস্ত সাকিব-মুশফিকের করাচি
দুজনই ব্যাট হাতে ব্যর্থ। সাকিব আল হাসান করেছেন ১০ রান, মুশফিকুর রহিমের ব্যাট থেকে এসেছে ছয় রান। পরে অবশ্য সাকিব এক উইকেট পেয়েছেন। তবে তাতে করাচি কিংসের তেমন লাভ হয়নি। পিএসএলে সাকিব-মুশফিকের দলকে সহজেই পাঁচ উইকেটে হারিয়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।
এই জয়ে ছয় ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে কোয়েটা আপাতত পিএসএলের শীর্ষে। এক ম্যাচ কম খেলে আট পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে আছে তামিম ইকবালের দল পেশোয়ার জালমি।
শনিবার শারজা ক্রিকেট স্টেডিয়ামে কোয়েটার সামনে তেমন বড় লক্ষ্য ছিল না। ১২৭ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলকে বেশ ভালো সূচনা এনে দিয়েছেন লুক রাইট ও আহমেদ শেহজাদ। ৩৩ রানের উদ্বোধনী জুটি গড়েছেন দুজনে। রাইট ১১ রান করে আউট হয়ে গেলেও শেহজাদের অবদান সর্বোচ্চ ৪১ রান।
সাত বল হাতে রেখে কোয়েটাকে জয় এনে দিতে কেভিন পিটারসেন আর সরফরাজ আহমেদেরও বড় ভূমিকা। পিটারসেন ২৬ রান করে আউট হয়ে গেলেও অধিনায়ক সরফরাজ অপরাজিত ছিলেন ২৯ রানে।
চার ওভার বল করে ৩৪ রানের বিনিময়ে একটিই সাফল্য সাকিবের। গ্র্যান্ট এলিয়টকে এলবিডব্লুর ফাঁদে ফেলেছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। সাকিবের বলে রান নিতে গিয়ে মোহাম্মদ নওয়াজের রান আউটের কথাও বলতে হবে। যদিও তা কোয়েটাকে জয়বঞ্চিত করতে পারেনি।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১২৬ রানের সাদামাটা সংগ্রহ গড়তে পেরেছিল করাচি। সর্বোচ্চ ৪৫ রান করেন অধিনায়ক শোয়েব মালিক।