মাঠেই ওয়াহাব-শেহজাদের হাতাহাতি!
ক্রিকেট মাঠে টুকটাক স্লেজিং, কথা কাটাকাটি নতুন কিছু না। উত্তেজনাপূর্ণ ম্যাচে ব্যাট-বলের লড়াইয়ের পাশাপাশি মাঝেমধ্যে কথার লড়াইয়েও জড়িয়ে পড়তে দেখা যায় ক্রিকেটারদের। তবে পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা, পিএসএলে ওয়াহাব রিয়াজ ও আহমেদ শেহজাদ যা করলেন তা সব সীমাই ছাড়িয়ে গেছে। মাঠের মধ্যেই রীতিমতো হাতাহাতি শুরু করে দিয়েছিলেন এই দুই পাকিস্তানি ক্রিকেটার। আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানাও গুনতে হয়েছে ওয়াহাব-শেহজাদকে।
ঘটনাটি ঘটেছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ও পেশোয়ার জালমির মধ্যকার ম্যাচের পঞ্চম ওভারে। ওয়াহাবের প্রথম বলেই দারুণ একটা ছয় মেরেছিলেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের ওপেনার শেহজাদ। এতেই হয়তো বেশ ক্ষেপে ছিলেন ওয়াহাব। দ্বিতীয় বলে তিনি প্রতিশোধটাও নিয়েছেন দারুণভাবে। বোল্ড করে সাজঘরে পাঠিয়েছেন শেহজাদকে। কিন্তু প্রতিপক্ষকে আউট করার পর মেজাজটাও ঠিক রাখতে পারেননি ওয়াহাব। কিছু একটা বলতে বলতে তেড়ে গিয়েছিলেন শেহজাদের দিকে। শেহজাদও ব্যাট উঁচু করে জবাব দিয়েছিলেন ওয়াহাবকে। এর পরই শেহজাদকে ধাক্কা মেরে সরিয়ে দেন ওয়াহাব। সতীর্থরা না আটকালে হয়তো মাঠের মধ্যে মারামারিই শুরু করে দিতেন পাকিস্তানি দুই ক্রিকেটার।
অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য জরিমানাও করা হয়েছে ওয়াহাব ও শেহজাদকে। ওয়াহাবের ম্যাচ ফির ৪০ শতাংশ কেটে রাখার ঘোষণা দিয়েছেন ম্যাচ রেফারি রোশান মাহানামা। শেহজাদকে জরিমানা গুনতে হবে ম্যাচ ফির ৩০ শতাংশ।
বিতর্ক ছড়ানো ম্যাচে শেষপর্যন্ত অবশ্য জয় পেয়েছে ওয়াহাবের দল পেশোয়ার জালমি। পিএসএলের এই দলেই খেলছেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। কোয়েটার বিপক্ষে রোববারের এই ম্যাচে অবশ্য তামিম মাঠে নামেননি। অধিনায়ক শহীদ আফ্রিদির দারুণ বোলিংয়ে পেশোয়ার জিতেছে ৮ উইকেটের বড় ব্যবধানে। দুই দলই নিশ্চিত করে ফেলেছে পিএসএলের পরবর্তী রাউন্ড।