যুব বিশ্বকাপের সেরা একাদশেরও নেতা মিরাজ
দলকে বড় কোনো সাফল্য এনে দিতে না পারলেও অসাধারণ পারফরম্যান্সের কারণে এবারের যুব বিশ্বকাপের সেরা খেলোয়াড়রের পুরস্কার পেয়েছেন তিনি। তবে বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজের নেতৃত্বগুণ সব মহলেই বেশ প্রশংসা পেয়েছে। এবার তার স্বীকৃতিও পেয়েছেন। জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর বিচারে যুব বিশ্বকাপের সেরা একাদশের নেতা নির্বাচিত হয়েছেন তিনি।
এই একাদশে মিরাজের সঙ্গে আছেন বাংলাদেশের আরো একজন ক্রিকেটার, অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। ৬০.৫০ গড়ে ব্যাট হাতে মিরাজ ২৪২ রান করেন, নিয়েছেন ১২টি উইকেট। আর সাইফউদ্দিন ব্যাট হাতে মোট ৭৫ রান করলেও বল হাতে তুলে নেন ১৩ উইকেট। তাই দুজনেই জায়গা করে নেন সেরা একাদশে।
এই একাদশে সর্বোচ্চ চারজন রয়েছেন আসরের রানার্সআপ ভারতীয় দলের। আর চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের আছেন দুজন। এ ছাড়া ইংল্যান্ডের দুজন ও পাকিস্তানের একজন ক্রিকেটার এই তালিকায় রয়েছেন।
ইএসপিএনক্রিকইনফোর সেরা একাদশ : মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), মোহাম্মদ সাইফউদ্দিন (বাংলাদেশ), সরফরাজ খান, রিশাব পান্ত, মায়াঙ্ক দাগার, আভিস খান (ভারত), গিডরন পোপ, আলজারি জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ), হাসান মোহসিন (পাকিস্তান), জ্যাক বার্নহ্যাম, সাকিব মাহমুদ (ইংল্যান্ড)।