চমক দেখিয়ে এশিয়া কাপের পথে আরব আমিরাত!
বাছাইপর্বের ফেভারিট আফগানিস্তানকে হারিয়ে প্রথম ম্যাচে বেশ চমকে দিয়েছিল সংযুক্ত আর আমিরাত। দ্বিতীয় ম্যাচেও সেই ধারাবাহিকতা অব্যাহত রেখেছে তারা। এশিয়া কাপের বাছাই পর্বে হংকংকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে।
রোববার ফতুল্লার খানসাহেব ওসমান আলী স্টেডিয়ামে আরব আমিরাত ছয় উইকেটের বড় ব্যবধানে জিতেছে। এই জয়ে আসরের মূল পর্বে ওঠার বেশ সম্ভাবনা জাগিয়ে তুলেছে দলটি। সোমবার বাছাইপর্বের শেষ ম্যাচে ওমানের বিপক্ষে জিতলেই চূড়ান্ত পর্বে জায়গা হবে তাঁদের।
আজকের ম্যাচে টসে জিতে হংকং নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৪৬ রান তোলে হংকংয়ের। বাবর হায়াতের অর্ধশতকে প্রতিপক্ষের সামনে এই লড়াইয়ের পুঁজি গড়ে তোলে তারা। হায়াত ৪৬ বলে ৫৪ রানের দারুণ একটি ইনিংস খেলেন। আটটি চারের মার ছিল তাঁর এই ইনিংসে।
আরব আমিরাতের হয়ে মোহাম্মদ নাভেদ ১৪ রানে তিনটি এবং আমজাদ জাভেদ ২১ রানে দুটি উইকেট নিয়ে মূলত প্রতিপক্ষের বড় স্কোর গড়ার পথে বাধা হয়ে দাঁড়ান।
লক্ষ্য খুব একটা বড় না হওয়ায় আরব আমিরাত মাত্র চার উইকেট হারিয়েই অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যায়। মোহাম্মদ শেহজাদ ও মোহাম্মদ ওসমানের ব্যাটিং দৃঢ়তায় মূলত আরব আমিরাতের জয়টি সহজ হয়ে যায়।
শেহজাদ ৩৯ বলে ৫২ রানের দারুণ একটি অর্ধশতক করেন। এই ইনিংসটি তিনি সাজিয়েছেন চারটি চার ও একটি ছক্কায়। আর ওসমান ৩৯ বলে ৪১ রান করেন।