সাংবাদিকদের বাউন্সারে ছক্কা হাঁকলেন ধোনি!
টেস্ট থেকে তিনি অবসরে গেছেন চৌদ্দ মাস হয়ে গেছে। এরপর বারবারই ভারতীয় ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে এই প্রশ্নটি শুনতে হয়েছে, ‘পাকাপাকিভাবে ক্রিকেট থেকে কবে অবসরে যাছেন?’ প্রতিবারই এই প্রশ্নটি নানাভাবে এড়িয়ে গেছেন তিনি।
এশিয়া কাপে অংশ নেওয়ার উদ্দেশে ঢাকা আসার আগে গতকাল রোববার কলকাতায় এক সংবাদ সম্মেলনে আবারও এমন এক প্রশ্ন শুনতে হয়েছে ধোনিকে। ভারতীয় অধিনায়ক এবার আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি। রীতিমতো উত্তেজিত হয়ে পড়েন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে অনেকটা বাউন্সারে ছক্কা হাঁকানোর মতো করে ধোনি বলেন, ‘কেন আমার অবসরে যাওয়া উচিত -এর কারণ দেখাতে হবে আপনাদের। তাই বরং এমন প্রশ্ন না করে আমাকে চিঠি লিখুন, তাহলেই ভালো হবে।’
অনেকটা পরামর্শের ভঙ্গিতে ধোনি আরো বলেন, ‘আপনাদের প্রশ্ন করার স্বাধীনতা আছে বলেই সব রকম প্রশ্ন করতে পারেন না। ভেবেচিন্তে প্রশ্ন করলে মনে হয় ভালো হয়।’
এর আগে গত বছরের জুনে বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজ হারের পর তাঁকে প্রশ্ন করা হয়েছিল, ওয়ানডে অধিনায়কত্ব কবে ছাড়বেন? তখন ধোনি এর উত্তরে বলেছিলেন, ‘আমি নেতৃত্ব ছেড়ে দিলে যদি ভারতীয় ক্রিকেটের উন্নতি হয়, দল ভালো খেলতে শুরু করে, তাহলে দায়িত্ব ছেড়ে দিতে আমার আপত্তি নেই।’
২০১৪ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ায় স্বাগতিকদের বিপক্ষে সিরিজ চলাকালে টেস্ট থেকে হঠাৎ অবসরের ঘোষণা দেন ধোনি। এরপরই অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার পর প্রশ্ন ওঠে কবে তিনি পাকাপাকিভাবে সব ধরনের ক্রিকেট থেকে অবসরে যাবেন? তখন ধোনি অবশ্য বলেছিলেন, ‘এখন আমার বয়স ৩৩। যথেষ্টই ফিট আছি। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অথবা পরে সিদ্ধান্ত নেব, আগামী ওয়ানডে বিশ্বকাপ খেলব কি না।’
তাই এখন প্রশ্ন কবে ধোনি পাকাপাকিভাবে অবসরে যাবেন। এশিয়া কাপে ভারত ভালো করতে না পারলে এই প্রশ্নটি আরো জোরালো হয়ে উঠবে।