এবার মুশফিক অভিনন্দন জানালেন মাশরাফিকে
শুধু বাংলাদেশের ক্রিকেটপ্রেমীই নন, সতীর্থরাও তাঁর গুণমুগ্ধ ভক্ত। জাতিসংঘের শুভেচ্ছাদূত হওয়ায় মাশরাফি বিন মুর্তজা তাই সাধারণ মানুষের পাশাপাশি অভিনন্দন পাচ্ছেন জাতীয় দলের সতীর্থদের কাছ থেকেও। আগের দিন মাহমুদউল্লাহ অভিনন্দন জানিয়েছিলেন ‘নড়াইল এক্সপ্রেস’কে। মঙ্গলবার বাংলাদেশের ওয়ানডে আর টি-টোয়েন্টি অধিনায়ককে অভিনন্দন জানালেন মুশফিকুর রহিম।
মাহমুদউল্লাহ সংবাদমাধ্যমের সামনে মাশরাফিকে অভিনন্দন জানালেও মুশফিক বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমকে। নিজের ফেসবুক পেজে বাংলাদেশের টেস্ট অধিনায়ক লিখেছেন, ‘ইউএনডিপির শুভেচ্ছাদূত হলেন মাশরাফি ভাই! অনেক অভিনন্দন ও শুভকামনা রইল।’ সঙ্গে বাংলাদেশের জার্সি গায়ে দুই অধিনায়কের একটা হাস্যোজ্জ্বল ছবিও পোস্ট করেছেন মুশফিক।
বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে জাতিসংঘের শুভেচ্ছাদূত হয়েছেন মাশরাফি। এখন থেকে জাতিসংঘের হয়ে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন কল্যাণ ও সচেতনতামূলক কাজে অংশ নেবেন তিনি। মাশরাফি জানিয়েছেন, দু-একদিনের মধ্যেই জাতিসংঘ থেকে এ বিষয়ে ঘোষণা আসবে।
মাশরাফির অধিনায়কত্বে বাংলাদেশের ক্রিকেটের নতুন যুগের সূচনা। গত বছর ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলার পর পাকিস্তান, ভারত আর দক্ষিণ আফ্রিকার মতো তিন পরাশক্তিকে বাংলাদেশ ওয়ানডে সিরিজে হারিয়েছিল তাঁর সুযোগ্য নেতৃত্বেই।