সন্ধ্যার আগেই প্রস্তুত হবে মাঠ : বিসিবি
বৃষ্টির কারণে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচের খেলায় কোনো ব্যাঘাত ঘটবে না জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্টের চেয়ারম্যান লোকমান হোসেন ভূঁইয়া। তিনি বলেন, ‘হালকা বৃষ্টি হয়েছে। এতে খেলায় কোনো সমস্যা হবে না।’
আজ বুধবার এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ ও ভারত মুখোমুখি হচ্ছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এ ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।
দুপুরে রাজধানীর বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি হয়েছে। কোথাও কোথাও ঝুম বৃষ্টিও নামে।
আবহাওয়ার এ পরিস্থিতির মধ্যে খেলা শুরু হতে কোনো সমস্যা হবে কি না—জানতে চাইলে লোকমান হোসেন বলেন, ‘খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়। এ সময়ের মধ্যে মাঠ প্রস্তুত করে নেওয়া যাবে।’
প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে। এবারই প্রথমবারের মতো দেখা গেছে একটি বাছাইপর্ব। চার দেশের সেই বাছাইপর্বের লড়াইয়ে দারুণ নৈপুণ্য দেখিয়ে চূড়ান্ত পর্বে খেলার টিকেট পেয়েছে সংযুক্ত আরব আমিরাত। সে সঙ্গে রয়েছে চারটি টেস্ট খেলুড়ে দেশ—বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা।