ভারতের বিপক্ষে সম্ভাব্য একাদশ
আনুষ্ঠানিকভাবে ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গেলেও এশিয়া কাপের শিরোপা জয়ের মূল লড়াইটা শুরু হচ্ছে আজ বুধবার থেকে। সন্ধ্যা সাড়ে ৭টায় মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই।
বেশ কিছুদিন আগেই খবরটা দিয়েছিলেন তামিম ইকবাল, বাবা হতে যাচ্ছেন তিনি। সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে এশিয়া কাপে খেলবেন না বলেও জানিয়েছিলেন তিনি। তাই এশিয়া কাপের দলে স্বাভাবিকভাবেই নেই এই ওপেনার।
গত রোববার (১৪ ফেব্রুয়ারি) রাতে এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের যে দল ঘোষণা করা হয়, তাতে তামিমের জায়গায় সুযোগ দেওয়া হয় বিপিএলে অসাধারণ খেলা ওপেনার ইমরুল কায়েসকে।
তবে আজকের ম্যাচে একাদশ কেমন হতে পারে, তা নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। নির্বাচকদের একটি সূত্রে পাওয়া তথ্যমতে, আজকের ম্যাচে নাসির হোসেনের না খেলার সম্ভাবনাই বেশি। বাদ পড়তে পারেন নুরুল হাসান, আরাফাত সানি ও আবু হায়দার রনি।
সম্ভাব্য বাংলাদেশ একাদশ : ইমরুল কায়েস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন ও তাসকিন আহমেদ।