পাকিস্তানের মাইলফলকের ম্যাচ
টি-টোয়েন্টি ক্রিকেটকে আজ একটি নতুন মাইলফলকের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে পাকিস্তান। প্রথম দল হিসেবে তারা খেলছে ১০০তম টি-টোয়েন্টি ম্যাচ। আরব আমিরাতের বিপক্ষে এশিয়া কাপে মাইলফলক গড়া এই ম্যাচটি নিশ্চয়ই জয় দিয়ে স্মরণীয় করে রাখতে চাইবেন পাকিস্তানের ক্রিকেটাররা।
২০০৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হয়েছিল পাকিস্তানের টি-টোয়েন্টি যাত্রা। তারপর থেকে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে পাকিস্তানই খেলেছে সবচেয়ে বেশি ম্যাচ। টি-টোয়েন্টিতে ৫০তম ম্যাচটিও পাকিস্তান খেলেছিল ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। ২০১১ সালে সেই ম্যাচটা পাকিস্তান জিতেছিল ৫০ রানের ব্যবধানে।
পাকিস্তানের পর টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে নিউজিল্যান্ড। ৮৮টি। এর পরই আছে দক্ষিণ আফ্রিকা (৮৪), ইংল্যান্ড (৮১) ও অস্ট্রেলিয়া(৮১)। বাংলাদেশ টি-টোয়েন্টিতে খেলেছে ৫২টি ম্যাচ।
এখন পর্যন্ত টি-টোয়েন্টির সবচেয়ে সফল দল দক্ষিণ আফ্রিকা। ৮৪ ম্যাচ খেলে ৫১টিতেই জিতেছে প্রোটিয়ারা। সফলতার হার ৬১.৪৪ শতাংশ। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে দক্ষিণ আফ্রিকার পরে আছে ভারত (৬০.১৫ শতাংশ), শ্রীলঙ্কা (৫৯.৮৬ শতাংশ) ও পাকিস্তান (৫৯.০৬ শতাংশ)। টি-টোয়েন্টিতে বাংলাদেশের সফলতার হার ৩১.৩৭ শতাংশ। ৫২টি ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছে ১৬টিতে। হারের স্বাদ পেতে হয়েছে ৩৫টি ম্যাচে।