বাংলাদেশকে নিয়ে ওয়াকারের দুশ্চিন্তা
সব সংশয়-উদ্বেগ পেছনে ফেলে ভারতের মাটিতে পা রাখতে যাচ্ছে পাকিস্তান। আজ রাতে কলকাতায় পৌঁছানোর পর সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে আফ্রিদির দল। ১৬ মার্চ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে তাদের প্রথম প্রতিপক্ষ বাছাইপর্বের ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন। এই গ্রুপ থেকে বাংলাদেশেরই মূল পর্বে খেলার সম্ভাবনা বেশি। আরেকবার বাংলাদেশের মুখোমুখি হওয়ার সম্ভাবনায় পাকিস্তানের কোচ ওয়াকার ইউনিস ভীষণ দুশ্চিন্তায়।
ওয়াকারের উদ্বিগ্ন হওয়ারই কথা। ইদানীং বাংলাদেশের বিপক্ষে তাঁর দল যে পরাজয়ের বৃত্তেই আবদ্ধ। সদ্য-সমাপ্ত এশিয়া কাপে পাকিস্তানকে বিদায় করেই ফাইনাল নিশ্চিত করেছিল মাশরাফির দল। গত বছর বাংলাদেশ সফরেও ভীষণ লজ্জায় পড়তে হয়েছিল পাকিস্তানকে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর একমাত্র টি-টোয়েন্টিতেও হার মেনেছিল তারা। মানে ইমরান-মিয়াঁদাদের দেশের বিপক্ষে টানা পাঁচটি সীমিত ওভারের ম্যাচে জয়ের উচ্ছ্বাস নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ।
১৯ মার্চ ইডেন গার্ডেন্সে ভারত-পাকিস্তান ‘হাইভোল্টেজ’ ম্যাচ নিয়ে দুই দেশের ক্রিকেটভক্তরা উত্তেজনায় কাঁপছে এখন। ওয়াকার অবশ্য তার তিন দিন আগের ম্যাচ নিয়েই বেশি চিন্তিত। ভারতের পথে রওনা হওয়ার আগে লাহোরে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের পেস-কিংবদন্তি বলেছেন, ‘আমরা একটা-একটা ম্যাচ ধরে এগোতে চাই। এই মুহূর্তে আমরা ভারতের বিপক্ষে ১৯ মার্চের ম্যাচ নিয়ে একদমই ভাবছি না। সবার আগে আমাদের বাংলাদেশের বিপক্ষে খেলতে হবে এবং তাদের হারাতে হবে। ওরা এখন অনেক ভালো দল। ওদের হারানো খুব কঠিন।’