শ্রীলঙ্কাকে ১৫৪ রানের চ্যালেঞ্জ আফগানিস্তানের
বাছাইপর্বে দাপট দেখিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছিল আফগানিস্তান। সুপার টেনের লড়াইয়েও যে আফগান ক্রিকেটাররা চমক দেখাতে পারেন, তেমন আভাসও ছিল আগে থেকেই। আর সেগুলো যে মোটেই বাড়িয়ে বলা হয়নি, তা ভালোমতোই প্রমাণ করলেন আফগানিস্তানের ব্যাটসম্যানরা। শ্রীলঙ্কার বিপক্ষে সুপার টেনের প্রথম ম্যাচে অধিনায়ক আসগর স্টানিকজাইয়ের দারুণ ব্যাটিংয়ে ভর করে স্কোরবোর্ডে ১৫৩ রান জমা করেছে আফগানিস্তান।
টস জিতে ব্যাট করতে নেমে আফগানিস্তানের শুরুটা অবশ্য হয়েছিল ধীরগতিতে। তৃতীয় ওভারে মাত্র আট রান করে সাজঘরে ফিরেছিলেন দারুণ ফর্মে থাকা ওপেনার মোহাম্মদ শাহজাদ। অষ্টম ওভারে নূর আলী জাদরানের (২০) উইকেট নিয়েছিলেন রঙ্গনা হেরাথ। দশম ওভারে করিম সাদিক ফিরেছিলেন রানের খাতা না খুলেই। প্রথম ১০ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ছিল : ৪৭/৩। কিন্তু দলের দুঃসময়ে দারুণভাবে জ্বলে উঠেছেন অধিনায়ক স্টানিকজাই। সামিউল্লাহ শেনওয়ারিকে সঙ্গে নিয়ে ষষ্ঠ উইকেটে গড়েছিলেন ৬১ রানের ঝড়ো জুটি। এই ৬১ রান এসেছে মাত্র ৩৩ বল খেলে। ১৯তম ওভারের শেষ বলে আউট হওয়ার আগে স্টানিকজাই খেলেছেন ৪৭ বলে ৬২ রানের দারুণ এক অধিনায়কোচিত ইনিংস। শেনওয়ারির ১৪ বলে ৩১ রানের ইনিংসটিও বড় অবদান রেখেছে আফগানদের লড়াইয়ের পুঁজি সংগ্রহের পেছনে। শেষ ওভারে ৩ বলে ১২ রান করে আফগানিস্তানকে ১৫৩ রান পর্যন্ত নিয়ে গেছেন নাজিবুল্লাহ জাদরান।
শ্রীলঙ্কার পক্ষে ভালো বোলিং করে ৩৩ রানের বিনিময়ে তিনটি উইকেট নিয়েছেন থিসারা পেরেরা। চার ওভার বল করে ২৪ রানের বিনিময়ে দুটি উইকেট নিয়েছেন রঙ্গনা হেরাথ।